Kuntal Ghosh : স্ত্রী-কে ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি: কুন্তল – central agencies ed cbi trying to frame his wife said kuntal ghosh in recruitment scam


এই সময়:কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। এবার ফের তাঁর নিশানায় ইডি-সিবিআই। বৃহস্পতিবার কুন্তল অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় এজেন্সি সোর্স মারফত আমার স্ত্রী জয়শ্রী ঘোষকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।’ তবে এর বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।

Recruitment Scam : ফ্ল্যাট বিক্রি করে ফের নিজেই সেই ফ্ল্যাটের ক্রেতা! কীর্তি অয়নের
বৃহস্পতিবার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ ইডি আদালতে পেশ করা হয় ধৃত কুন্তলকে। এদিন জামিনের পক্ষে সওয়াল না করলেও তাঁর কৌঁসুলি আদালতে দাবি করেন, ‘নিয়োগ দুর্নীতিতে কোনও ভাবেই জড়িত নন কুন্তল।’ বহিষ্কৃত তৃণমূল নেতার আগের দিনের অভিযোগের জবাব দিতে গিয়ে এদিন ইডি-র কৌঁসুলি ফিরোজ এডুলজি বিচারকের উদ্দেশে বলেন, ‘আমরা কোনও রঙ দেখি না। আমাদের কোনও রঙ নেই। দুর্নীতিবাজদের খুঁজে বের করতে বদ্ধপরিকর ইডি। সে কাজে আমাদের কোনও ভয়ও নেই। কারও থেকে কোনও সুযোগও নেওয়া হয় না।’

Tapash Mondal : ‘অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে’, কুন্তলকে নিয়ে বিস্ফোরক তাপস
কয়েকদিন আগেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় কুন্তল ঘোষকে। আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল অভিযোগ করেছিলেন, ‘বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি-র মুখপাত্র এক। তা হলে তদন্ত কোন দিকে এগোচ্ছে আপনারাই ভাবুন!’

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজের আবেদন সুপ্রিম কোর্টে, আজই শুনানির সম্ভাবনা
এদিন সওয়াল-জবাবে ইডি-র কৌঁসুলি বলেন, ‘কুন্তল ঘোষ একটি গুরুতর অভিযোগ এনেছেন, উনি বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা না কি রাজনৈতিক দলের মুখপাত্র। কিন্তু আমরা কারও মুখপাত্র নই। আমরা শুধু দুর্নীতিবাজদের ধরি।’ এই বক্তব্যের প্রেক্ষিতে কুন্তল বা তাঁর আইনজীবীর তরফে কোনও পাল্টা যুক্তি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Justice Abhijit Ganguly : ‘…সাক্ষাৎকার দিলে শুনানির অধিকার হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
এদিন আদালতে পেশ করার আগে কুন্তলকেও কোনও মন্তব্য করতে শোনা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুপচাপ ছিলেন তিনি। তবে আদালত থেকে বেরোনোর সময় মুখ খোলেন কুন্তল। বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি সোর্স মারফত আমার স্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।’ এদিন কুন্তলকে আরও দেড় মাস জেল হেফাজতে পাঠানোর আর্জি জানায় ইডি। আদালতের সময় বাঁচাতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের শুনানির দিন ধার্যের কথাও বলে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাতে আপত্তি জানান কুন্তলের আইনজীবীরা। বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পরে ১৯ মে পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *