Sukanya Mondal and Anubrata Mondal Daughter Friend Cries for Her


ED-র দফতর থেকে বেরিয়ে আসতে আসতে অঝোরে কাঁদছেন মহিলা। বাইরে এসে কান্না জড়ানো গলায় বলেন, “আমাকেও গ্রেফতার করে নিন।” এভাবেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা পাল। বুধবার তাঁকে গ্রেফতার করে ED। বৃহস্পতিবার তাঁকে তিন দিন ED হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

সুকন্যার গ্রেফতারির পরই ভেঙে পড়েছেন সুতপা। তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন সুকন্যা, সূত্রের খবর এমনটাই।

Anubrata Mondal House : কাকার সঙ্গে ঝগড়া! সুকন্যার গ্রেফতারির পর খাঁ খাঁ করছে অনুব্রতর ‘পেল্লাই বাড়ি’
সুকন্যার গ্রেফতারির পর ED-র অফিসে গিয়েছিলেনসুতপা। বন্ধুকে জামাকাপড় দিয়ে এসেছিলেন তিনি। ED-র দফতর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন সুকন্যার এই বন্ধু। তিনি বলেন, “আমাকেও গ্রেফতার করে নিন। সেক্ষেত্রে অন্তত একসঙ্গে থাকতে পারব।”

জানা গিয়েছে, মঙ্গলবার সুকন্যা মণ্ডলের সঙ্গে দিল্লিতে এসেছিলেন তিনি। কিন্তু, এরপরেই বন্ধুর গ্রেফতারি। আর এই বিষয়টিই মেনে নিতে পারছেন না সুতপা। তিনি বলেন, “ওর কপাল। বাবা আগেই গ্রেফতার হয়েছিলেন। ও মা নেই। পাশে থাকারও কেউ নেই। আমি কী করব! আমার তো নিজের চিকিৎসা করার মতো সামর্থ্যও নেই।”

Anubrata Mondal Daughter : ‘মমতার বাঘ ও তাঁর কন্যা গ্রেফতার, এবার…’, দুর্নীতির মূলচ্ছেদের দাবি বিরোধীদের
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তাঁর বাড়িতে জলস্রোতের মতো আগত ভিড় কমেছিল। রীতিমতো একা হয়ে পড়েছিলেন সুকন্যা। জানা গিয়েছে, সেই সময় তাঁর পাশে থেকেছেন সুতপা। বন্ধুর ভালো-মন্দের খেয়াল রাখার দায়িত্বও নিয়েছিলেন তিনি।

অন্যদিকে, সুতপার পাশেও দাঁড়িয়েছেনঅনুব্রত কন্যা। চেন্নাই নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করিয়েছেন। জানা গিয়েছে, সুতপা এবং সুকন্যার বন্ধুত্ব স্কুলে পড়াকালীন। সেই সময় থেকেই একে অপরের সুখ-দুঃখের পাশে থেকেছেন।

Sukanya Mondal : ৩ দিনের ইডি হেফাজতে সুকন্যা, গ্রেফতারি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত
তাঁর প্রতিবেশীদের কথায়, “ছোটবেলা থেকেই তাঁদের একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর চেনাপরিচিতরা অনেতেই মণ্ডলবাড়ি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। একসময়অনুব্রত মণ্ডলেরডান বাম পাশে হত্যে দিয়ে পড়ে থাকা মুখগুলোই ধীরে ধীরে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু, বন্ধুর পাশে থেকেছেন সুতপা।”

Sukanya Mondal : বাবার ছেড়ে যাওয়া ঘরেই রাত্রিবাস সুকন্যার, চোখে ঘুম নেই কেষ্টর
এদিকে মেয়ের গ্রেফতারির খবর পাওয়ার পর থেকেই অশান্তঅনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, সুকন্যার গ্রেফতারির পর থেকেই রাতে ঘুমোতে পারছেন না তিনি। এদিকে আপাতত শারীরিক অসুস্থতার কারণে তিহাড় সংশোধনাগারের হাসপাতালেই রয়েছেন অনুব্রত। এদিকে দুঃশ্চিন্তায় যাতে তাঁর নিজের শরীর খারাপ না হয় সেজন্য এই নেতাকে সতর্ক করেছেন চিকিৎসকরা। ইনসুলিন নেওয়ার বিষয়েও তাঁকে সতর্ক করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *