Vande Bharat Express Trial Run: হাওড়া থেকে পুরী ৬:৩০ ঘণ্টায়! বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু


 রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল শুরু। শুক্রবার সকালেই হাওড়া থেকে পুরীর উদ্দেশে ছোটে ট্রেন। এবার সাড়ে ছয় ঘণ্টাতেই পৌছনো যাবে জগন্নাথ ধাম। পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত সাফল্যের পর দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের  ট্রায়াল রান করা হল। দক্ষিণ-পূর্ব রেল খড়গপুর ডিভিশনের আওতায় এই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে হাওড়া থেকে পুরী পর্যন্ত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে সকাল ছয়টা বেজে দশ মিনিটে ছাড়া হয়। খড়গপুর,বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিটে পুরীতে গিয়ে পৌঁছবে। 


Updated By: Apr 28, 2023, 10:52 AM IST





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *