উত্তরবঙ্গের যে কোনও জায়গায় দাঁড়িয়ে মিটিং করে বলতে পারেন, আমরা উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়ব আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না।” তাঁর আরও চ্যালেঞ্জ, “৯ বছর ধরে ক্ষমতায়। একটা মিটিং করেনি, দেখাতে পারলে রাজনীতির আঙিনা ছেড়ে দেব। যাত্রা বন্ধ করে দেব। যদি কোনও BJP নেতা দেখাতে পারে।”
তিনি এদিন জন সংযোগ যাত্রা কর্মসূচি নিয়ে প্রশ্ন করেন সাধারণ মানুষকে। তিনি বলেন, “ঘর পরিবার সংসার সব ছেড়ে এসেছি। এক দিনের জন্যও বাড়ি ফিরব না। আমার এই কর্মসূচি সমর্থন করেন তো ? মানুষ আগামীদিনে প্রার্থী ঠিক করবে, তা আপনারা চান তো?”
এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই আক্রমণের নিশানায় ছিলেন জন বার্লা। তিনি বলেন, “আপনার ভোটে নির্বাচিত জন বার্লা দিল্লিতে গিয়ে দিল্লির তল্পিবাহকতা করে বাংলার বিরুদ্ধে কথা বলছে। বাংলায় হেরে গিয়েছে বলে বাংলার টাকা আটকে দিয়েছে। পঞ্চায়েতে এমন সদস্য চাইছি, যারা দিল্লির কাছে মাথা নত করবে না , বশ্যতা স্বীকার করবে না, ভয় পাবে না। বাংলা একমাত্র রাজ্য যার টাকা ভারতীয় জনতা পার্টির সরকার গায়ের জোরে জোরজবরদস্তি আটকে রেখেছে। যে আমার আপনার অধিকারের স্বার্থে লড়বে তাঁকেই আমরা ভোট দেব। এমন লোককে ভোট দিয়ে নির্বাচিত করব যে মিথ্যা বলবে না। মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আপনারা আমার সঙ্গে থাকলে এই মিশনকে বাস্তবায়িত করে দেখাব। “
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আরও বলেন, “গণতন্ত্রে শাসক বা বিরোধী শেষ কথা বলে না। মানুষ শেষ কথা বলে। মানুষ ভোট দিয়েছে বলে কেউ সাংসদ, কেউ বিধায়ক আবার কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী । গণতন্ত্রে আপনারাই গণদেবতা। “