অবশেষে আলিপুরদুয়ারে চালু হল জেলা আদালত। শনিবার দুপুর নাগাদ ভার্চুয়ালি আলিপুরদুয়ার জেলা জজ কোর্টের শুভ উদ্বোধন হয়। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিভাগননম ভার্চুয়ালি আলিপুরদুয়ার জেলা আদালতের শুভ উদ্বোধন করেন।
এদিন আলিপুরদুয়ার আদালত চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ আদালতের জোনাল বিচারক রবি কিষান কাপুর ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন প্রধান বিচারপতি ভার্চুয়ালি শুভ উদ্বোধন করার পর, আলিপুরদুয়ার জেলা আদালত চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন এবং জেলা আদালতের ফলক উদ্বোধন করেন জোনাল জাজ রবি কিষান কাপুর এবং রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।
পরবর্তীতে আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ভবনে ফিতে কেটে জেলা আদালতের বিচার ব্যবস্থার সূচনা করেন রবি কিষান কাপুর। তবে এখনই আলিপুরদুয়ার জেলা আদালতে থাকছেন না স্থায়ী বিচারপতি। বর্তমানে জলপাইগুড়ি জেলা আদালতের বিচারপতি সাপ্তাহিক দুদিন আলিপুরদুয়ার জেলা আদালতের বিচার ব্যবস্থার দায়িত্বে থাকবেন।
জানা গিয়েছে আলিপুরদুয়ারের জেলা আদালতের কাজকর্ম শুরু হওয়ার ঘটনায় আনন্দিত আলিপুরদুয়ার জেলার আইনজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। দীর্ঘ বেশ কয়েক বছর আগে জেলা ঘোষণা হলেও এতদিন পর্যন্ত আলিপুরদুয়ার জেলার নাগরিকদের জন্য জেলা জজ কোর্ট বিচার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হতো এলাকার নাগরিকদের।
জেলার দূরদূরান্ত থেকে উচ্চ আদালতের বিচার ব্যবস্থার সাহায্য নিতে ছুটে যেতে হত জলপাইগুড়ি জেলা আদালতে। অবশেষে এদিন আলিপুরদুয়ার জেলা আদালত চালু হওয়ার ঘটনায় সেই সমস্যা থেকে মুক্তি পাবেন জেলার নাগরিকরা। এমনকি জলপাইগুড়িতে ছুটতে হবে না পুলিশ প্রশাসনের কর্তাদেরও।
আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, “অনেকদিন ধরেই এই আদালত চালুর কথা ভাবা হচ্ছিল। শেষ পর্যন্ত আজ উদ্বোধন হল। আমি উপস্থিত থাকতে পারলাম, এতেই আনন্দ লাগছে। ভবিষ্যৎয়ে এখানে স্থায়ী বিচারকও থাকবেন।”
রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম জেলা হল আলিপুরদুয়ার জেলা। ২০১৪ সালের ২৫শে জুন জলপাইগুড়ি জেলা থেকে আলাদা হয়ে এই জেলার জন্ম হয়।