ATM Fraud: ১৫ মিনিটে গায়েব তিন লাখ! এটিএম-এ টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার ব্যক্তি – barasat resident faced innovative atm fraud


১৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট থেকে গায়েব তিন লাখ টাকা। অভিনব প্রতারণার শিকার এক ব্যক্তি। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অসহায় ব্যক্তির কোন সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে বারাসত হেলাবটতলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ATM-এ।অভিযোগ, বারাসতের বাসিন্দা তপন বিশ্বাস শুক্রবার সকালে তাঁর মায়ের চিকিৎসার জন্য হেলাবটতলা এলাকায় একটি এটিএমে ১০ হাজার টাকা তুলতে যান। জানা গিয়েছে, টাকা তোলা হয়ে গেলে এটিএমের ভিতর দাঁড়িয়ে সেই টাকা গুনছিলেন তিনি। সেই সময় এক ব্যক্তি সেখানে এসে বলেন,”দাদা আপনার ট্রানজেকশন শেষ হয়নি ATM CARD টা আর একবার পাঞ্চ করে ক্যানসেল করুন।”

Cyber Crime : অনলাইন প্রতারণায় লাখ টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খন্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

অভিযোগ, এরপরই তপন বিশ্বাসকে কোনও কিছু বুঝতে না দিয়ে এটিএম কার্ডটা নিয়ে নিজেই তা করে দেওয়ার ভান করে। কিন্তু, সেই সময় গ্রাহকের চোখের আড়ালে ওই কার্ড বদল করে অন্য একটি একই দেখতে কার্ড তাঁর হাতে ধরিয়ে দেয়। তপনবাবু কিছু না বুঝেই সেখান থেকে চলে যায়।

এরপরই তাঁর মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে এবং ১০ হাজার টাকা করে করে দফায় দফায় টাকা কাটতে থাকে। একইসঙ্গে এক লাখ টাকা করে তিনবার টাকা নেওয়া হয় তাঁর অ্যাকউন্ট থেকে। সব মিলিয়ে সময় লাগে ১৫ মিনিট। বিষয়টি বুঝে ওঠার আগেই সমস্ত ঘটনা ঘটে যায়।

Titagarh Shoouout : ভরদুপুরে গুলিতে খুন তৃণমূল কর্মী, টিটাগড়ে আটক মহিলা

সম্বিত ফিরে পেয়ে তপনবাবু তড়িঘড়ি তাঁর ব্যাঙ্কে গিয়ে তারা কার্ড বন্ধ করে দেয়। কিন্তু, ততক্ষণে সাড়ে তিনলাখ টাকা গায়েব। ব্যাঙ্কের কথা মতো বারাসত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান তিনি। তাদের কথা মতোই বারাসত থানাতেও অভিযোগ জানান। কিন্তু, ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোন সুরাহা হয়নি।

এটিএমে CCTV রয়েছে, সেই ক্যামেরায় এই ঘটনা নিশ্চিতভাবে ধরা পড়েছে, যদিও সেই CCTV ফুটেজ ব্যাঙ্কের কাছ থেকে চাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে থানা। প্রশাসনের তরফেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

BJP MLA : ব্যাঙ্কে​র ঋণ পরিশোধ করতে পারেননি BJP বিধায়ক! স্বামীর সম্মান রক্ষার্থে গয়না নিয়ে হাজির স্ত্রী

এই সাড়ে তিন লাখ টাকা হারিয়ে বিধ্বস্ত বারাসতের বাসিন্দা। তাঁর সর্বস্ব জমানো অর্থ চুরি হয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েছেন। কথা বলতে বলতে কেঁদে ফেলছেন বারবার। তিনি বলেন, তাঁর আশা একটাই যদি পুলিশ প্রশাসন তার এই অর্থ যতটা সম্ভব উদ্ধার করে দিতে পারবে, সেটাই তার কাছে স্বস্তির হবে বলে জানিয়েছেন। এই ঘটনায় সকলেই স্তম্ভিত। কীভাবে প্রকাশ্যে এই ধরনের প্রতারণা হল, সেটাই এখন ভাবাচ্ছে স্থানীয়দের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *