প্রায়শই বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে আগুন লাগানোর চিত্র দেখতে পাই আমরা। এছাড়াও অবৈজ্ঞানিকভাবে চাষের জমি বেড়া দিতে গিয়ে হত্যা হয় বন্যপ্রাণের। আর এইসব কাজ থেকে মানুষকে বিরত করতে সচেতনতামূলক প্রচার অভিযানে নামল বন দফতর।
শুক্রবার বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জে শুরু হল পথনাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচার অভিযান। আগামী রবিবার পর্যন্ত এই প্রচার অভিযান চালানো হবে বন দফতরের পক্ষ থেকে। গ্রামে গ্রামে ঘুরে দেখানো হবে এই পথ নাটিকা।
প্রতিদিন জঙ্গল লাগোয়া দুটি করে গ্রাম বেছে নিয়ে সেই গ্রামের মানুষকে পথ নাটিকার মাধ্যমে সহজ সরল ভাষায় বন্যপ্রাণ হত্যা ও জঙ্গলের আগুন লাগানো থেকে বিরত করতে চালানো হবে সচেতনতামূলক প্রচার অভিযান। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদফতরের রেঞ্জ অফিসার, বিট আধিকারিক সহ বন সুরক্ষা কমিটির সদস্যরা। এই প্রচার অভিযানে সাড়া মিলবে বলেই আশাবাদী বনদপ্তর।
বন আধিকারিক দেবেশ পাণ্ডে জানান, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এই জঙ্গল তাঁদেরই। ফলে জঙ্গলকে ভালো রাখা তাঁদের কর্তব্য। জঙ্গলের বন্য প্রাণীদের সুস্থ রাখা, গাছ না কাটা, পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা এই রকম একাধিক বার্তা তুলে ধরা হচ্ছে পথ নাটিকার মাধ্যমে।
দেবেশ পাণ্ডে বলেন, “আমরা গ্রামবাসীদের অনুরোধ করি, বন দফতরের সঙ্গে তাঁরা যেন নিবিড় সম্পর্ক বজায় রাখে। কোথাও আগুন লাগলে, বা বন্য প্রাণী হত্যা করা হলে সেই খবর যেন দ্রুত আমাদের দেয়। তাহলে সকলে মিলে আমরা জঙ্গলকে বাঁচাতে পারব।” বন্যপ্রাণী রক্ষার্থে এবং জঙ্গলের সুরক্ষা প্রদানের উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।
বন দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘটনা নতুন নয়। সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের পথ নাটিকার আয়োজন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। গ্রামের মানুষের বোঝানোর সুবিধার্থে এবং মনোরঞ্জনের মাধ্যম দিয়ে সঠিক শিক্ষা প্রদানের এই ধরনের পথ নাটিকার আয়োজন করা হয়। এই পথ নাটিকার মাধ্যমে প্রচারে ভালো সাড়া পাওয়া যায়।