Digha Hotel : ৯৯ শতাংশ হোটেল বুক, মওকা বুঝে বেশি ভাড়ার দাবি নয় তো? কড়া নজরদারি দিঘায় – digha hotels are 99 percent book for weekend


বাংলার পর্যটন মানচিত্রে অন্যতম নাম দিঘা। আর এই পর্যটনস্থলকে আরও ‘রূপসী’ করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলিতেও সেখানে তিল ধারনের জায়গা থাকে না। সদ্য গিয়েছে পবিত্র ইদ। তিন দিনের ছুটি। পাশাপাশি উইকএন্ড। ভ্রমণ পিপাসুদের তাই অন্যতম গন্তব্য হয়ে উঠেছে দিঘা। শুক্রবার থেকে দিঘায় ৯৯ শতাংশ হোটেল বুকিং করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সরকারি থাকার জায়গা থেকে শুরু করে বেসরকারি হোটেলগুলিও কানায় কানায় ভর্তি। তাপপ্রবাহও কিছুটা কমছে। এই পরিস্থিতিতে মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বিশেষ দেরি করতে চাইছেন না পর্যটকরা। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

Digha Jagannath Temple : মহাপ্রভুর মন্দিরের পাশে ‘বেমানান’, হোটেলের জমি ফেরত চায় সরকার
নিউ দিঘার এক হোটেলের তরফে সৌমেন রায় জানান, টানা ছুটি পড়ে যাওয়ায় হোটেলের সমস্ত রুম বুকিং হয়ে গিয়েছে। অনেকেই ফোন করছেন থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু, তাদের জায়গা করে দিকে পারছেন না তিনি। গরমে নন এসি রুম অনেক সময় বুক হয় না। কিন্তু, ঝড়ের গতিতে তাও বুক হয়ে গিয়েছে।

Digha Beach: দিঘার সমুদ্র সৈকতে এবার রবিঠাকুরের সহজ পাঠ, ভোলবদল বিশ্ব বাংলা উদ্যানের
অপর এক হোটেলের কর্তৃপক্ষ প্রদীপ চক্রবর্তী জানান, ইদের সময় দিঘায় উপচে পড়া ভিড় ছিল। এরপর টানা ছুটি, ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। আগে যেখানে একদিন, দু’দিনের বুকিং থাকত দেখা যাচ্ছে সেখানে বুকিং হচ্ছে টানা তিন থেকে চার দিন। তাৎপর্যপূর্ণভাবে, তাপপ্রবাহের জন্য দিঘায় পর্যটকের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম ছিল। আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে।

Bangladesh Hotel : ‘খদ্দেরই লক্ষ্মী’, ২০ বছরে একদিনও বন্ধ হয়নি এই হোটেল! জানেন কোথায়?
বেসরকারি হোটেলের মতো একই অবস্থা সরকারি হোটেলগুলিতেও। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল জানান, স্কুল-কলেজের গরমের ছুটি পড়েছে। পাশাপাশি টানা ছুটির কারণে বেসরকারি হোটেলের পাশাপাশি সরকারি হোটেলগুলিও প্রায় সমস্ত বুক হয়ে গিয়েছে। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা তাঁদের পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে আসার পরিকল্পনা করছেন। কিন্তু, রুমের জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

OYO Hotels: অযোধ্যায় 50টি হোটেল খোলার পরিকল্পনা OYO-র! থাকছে হোমস্টে-ও
কিন্তু, সুযোগ বুঝে যাতে বেসরকারি হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের থেকে অতিরিক্ত কোনও অর্থ না নেন সেই দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর।

বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, রুম মোতাবেক ৫০০ থেকে পাঁচ হাজার টাকায় ভাড়া পাওয়া যাচ্ছে হোটেল। দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে নানা পরিষেবা যেমন চালু করা হয়েছে। পাশাপাশি জগন্নাথ মন্দির গড়ে তোলা হয়েছে দিঘাতেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *