Jiban Krishna Saha TMC MLA: ‘দল কি পাশে আছে?’ মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক – jiban krishna saha tmc mla comments on tmc after his arrest on recruitment scam


নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। গ্রেফতারির পর কি পাশে আছে দল? প্রশ্নে মুখ খুললেন তৃণমূল বিধায়ক। স্বাস্থ্য পরীক্ষার জন্য এসকেএমে রুটিন মেডিক্যাল চেকআপে আনার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তার প্রতি মনোভাব নিয়ে মুখ খোলেন।তৃণমূলের উপর ভরসা রয়েছে জীবনের। দলের প্রতি অগাধ আস্থা শোনা যায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গলায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল বিধায়ক দাবি করেন, ”দল পাশে আছে।” একইসঙ্গে তিনি এও দাবি করেন, ” কোনও অন্যায় করিনি। তদন্ত চলছে।”

Jiban Krishna Saha : জীবনের ফোনে গুচ্ছ গুচ্ছ অডিয়ো ফাইল! তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় CBI

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রতি এমনই আনুগত্যের সুর শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল থেকে বহিষ্কৃত করার পরও তাঁর গলাতে দলের প্রতি কোনও ক্ষোভের সুর শোনা যায়নি। বরং বরাবরই তৃণমূল কংগ্রেসের হিতৈষী তিনি।

অন্যদিকে, সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর আরও বিপাকে জীবন। বিধায়ক হওয়ার কথা লুকিয়ে দিনের পর দিন স্কুলে না এসে শিক্ষকের মাইনে তুলেছেন জীবন বলে অভিযোগ। একইসঙ্গে বিধায়ক ভাতা ও শিক্ষক পদে কর্মরত হওয়ায় সরকার প্রদত্ত বেতন দুইই একইসঙ্গে ভোগ করার অভিযোগ উঠেছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। লাগাতার ছ মাসেরও বেশি সময় স্কুলে না আসায় শিক্ষক জীবনের বেতন বন্ধের সিদ্ধান্ত জীবনের।

Tapas Saha: তেহট্টে ১৪ ঘণ্টা তল্লাশি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস সাহাকে নিজামে ডাক সিবিআইয়ের

বীরভূমের নানুরের দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক জীবন কৃষ্ণ সাহা। শুক্রবারই তাঁর বেতন বন্ধের কথা প্রকাশ্যে আসে। ইতিমধ্যে সেই নিয়ে রেজোলিউশনও হয়েছে। বিষয়টি ডিআইকেও জানানো হয়েছে। এবং ওদের নির্দেশ মাফিকই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রেজোলিউশন হয়েছে গত ২৪ এপ্রিল। তবে যদি পরবর্তী পদক্ষেপ কিছু নেওয়া হয় সেটা বোর্ড অফিসের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

দেবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ ঘোষ বলেন,” এছাড়াও উনি যে বিধায়ক সে বিষয়েও কখনও আমাকে লিখিতভাবে কিছু জমা দেননি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *