Justice Abhijit Ganguly : অনন্য সম্মান, বোলপুরের ভাস্কর্য কর্মশালায় স্থান পেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি – justice abhijit ganguly statue made by bolpur artists


Birbhum News : রাজ্যে এখন চর্চিত বিষয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায় স্থান পেল তাঁর আবক্ষ মূর্তি। জীবন্ত মানুষকে বসিয়ে মাটি দিয়ে ভাস্কর্য নির্মাণ কর্মশালা চলছে৷ সেখানে ছবি থেকে তৈরি করা হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি৷

তিনি এখন ‘প্রতিবাদী মুখ’ তাই এই ভাস্কর্য নির্মাণ, বলছেন মৃৎশিল্পীরা। বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী। ২০১৫ সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন৷ বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি৷

Justice Abhijit Ganguly : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল নিয়োগ দুর্নীতির মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের
মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা। জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছে শিল্পীরা৷ পাশাপাশি, এই কর্মশালায় দেখা গেল মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা।

ছবি দেখে এই মূর্তি নির্মাণ করা হয়৷ শিল্পীরা জানান, “এই মুহুর্তে রাজ্যের একজন ‘প্রতিবাদী মুখ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই অন্যান্য ভাস্কর্যের পাশাপাশি তারও মূর্তি বানানো হল এই কর্মশালায়।” উল্লেখ্য, একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Birbhum News : দুবরাজপুরে খানা-খন্দে পরিপূর্ণ রাস্তা যেন মরণফাঁদ! নিত্য দুর্ভোগে যাত্রীরা, চিঠি জাতীয় সড়ক অথরিটিকে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে। তারপর থেকে আরও চর্চায় বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এমনিতেই, রাজ্যে নিয়োগ দূর্নীতি মামলায় একের পর রায়ে ১ বছর ধরে সংবাদ শিরোনামে তিনি।

এবার তাঁর মূর্তি তৈরিতেও ব্যস্ত বোলপুরের ‘ফ্যান’ শিল্পীরা। ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী বলেন, “লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহুর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাই তাঁর মূর্তিও এই কর্মশালায় রয়েছে।”

Justice Abhijit Gangopadhyay: ‘…সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘সমর্থনে’ মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি
আরেক শিল্পী সুদীপ্তা মণ্ডল বলেন, “আমিও অংশ নিয়েছি লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য নির্মাণের এই কর্মশালায়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের একজন প্রতিবাদী মুখ, তাই তাঁকে সম্মান দেওয়ার জন্য পোট্রের্টও করা হচ্ছে।” আর এই খবর পাওয়ার পরেই এই মূর্তি দেখার জন্য আগ্রহ বেড়েছে শহরের নাগরিকদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *