Justice Abhijit Ganguly : ‘কোতয়াল বদলাচ্ছে বলে চোরেদের উল্লসিত হওয়ার কারণ নেই’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্যুতে প্রতিক্রিয়া রুদ্রনীলের – rudranil ghosh comments on supreme court directive about recruitment scam case removal from justice abhijit ganguly bench


কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই বিভিন্ন মহলে একাধিক আলোচনা সামনে আসছে। একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন কুণাল ঘোষ, অধীর চৌধুরী থেকে শুরু করে তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব।

এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরানো প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করলেন BJP নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Justice Abhijit Gangopadhyay : ‘কুণাল ঘোষকে প্রণাম’, সুপ্রিম নির্দেশ নিয়ে সরস মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ঠিক কী বলেছেন রুদ্রনীল?
তিনি বলেন, “আমার ব্যক্তিগত মতামত-দেশের আদালত যখন কোনও সিদ্ধান্ত নেয় সেই সময় একদিকে যেমন আইন মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয় তেমনই সাধারণ মানুষের মধ্যে তার কী প্রভাব পড়বে সেই দিকটিও বিবেচনা করে দেখা হয়। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে।”

Justice Abhijit Ganguly : মন্ত্রীকন্যার ‘চাকরি নট’ থেকে একের পর এক নিয়োগ বাতিল, কী কী উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে তাঁর সংযোজন, “যে মামলা চলছে তা সম্পন্ন হলে সমাজের একটা বৃহৎ অংশের মানুষের উপকার হবে। যারা অন্যায় করেছে তাদের আইন মোতাবেক শাস্তি হবে। স্বস্তি পাবে পশ্চিমবঙ্গ। মহামান্য হাইকোর্টের বিচারপতিরা কিন্তু এই চোরদের বিরুদ্ধে একইরকম কথা বলছেন। একই রকমের রায়দান করে যাচ্ছেন। সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আামাদের কাছে একটা নাম মাত্র। যেহেতু চোরেদের বিরুদ্ধে সবথেকে বেশি রায় তাঁর থেকে এসেছে তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর আস্থা বেড়েছে সাধারণ মানুষের।”

Abhijit Gangopadhyay News : ‘বিচারব্যবস্থায় আস্থা-ভরসা-বিশ্বাস…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম নির্দেশের প্রতিক্রিয়ায় অভিষেক
একইসঙ্গে রুদ্রনীলের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “অন্য কোনও বিচারপতি এলে যে সুবিচার হবে না, এই ধারনা সঠিক নয়। কোতয়াল বদলাচ্ছে বলে চোরেদের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। একধরনের একটা উত্তেজনা দেখা যাচ্ছে কিছু মানুষের মধ্যে। এটাই অবাক করার। কিছু চোর ধরা পড়ছে। এই নিয়ে যারা উষ্মা প্রকাশ করছেন বা দুঃখপ্রকাশ করছেন তারাই তো প্রমাণ করে দিচ্ছেন যে তাঁদের গোষ্ঠীর লোক ধরা পড়েছে বলে এত সমস্যা। “

Justice Abhijit Ganguly: বহুচর্চিত টিভি সাক্ষাৎকারে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কী কী বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
নিয়োগ দুর্নীতি মামলায় বিচার হবেই, এই আশা প্রকাশ করে রুদ্রনীল বলেন, “কোনও মামলার বিচারপতি বদল হলে তা লঘু হয়ে যায় না বা ডকুমেন্টেশন বদলে যায় না। বড়জোর হতে পারে যিনি নতুন বিচারক আসছেন তাঁর নথি দেখে নির্দেশ দিতে কিছুটা সময় লাগবে। হায় হায় করার মতো কিছু হয়নি। কারও উল্লাস করার মতোও কিছু নেই। সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নেব আমরা। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *