Marriage Certificate : অপেক্ষার দিন শেষ, এবার রেজিস্ট্রির দিনই অনলাইনে বিয়ের সার্টিফিকেট – newly weds will get digital marriage registration certificate via mail on wedding day


গায়ে হলুদ, সাত পাক ঘোরা থেকে শুরু করে হালফিলের মেহেন্দি-সংগীত কিংবা ওয়েডিং ফটোশ্যুট। ঘটা করে বিয়ের অনুষ্ঠান পালনের পাশাপাশিই গুরুত্বপূর্ণ হল রেজিস্ট্রি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেতে গিয়ে কালঘাম ছোটে নবদম্পতির। অপেক্ষার দিন এবার শেষ। বিয়ের রেজিস্ট্রির দিনই এবার হাতে হাতে মিলবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেই বন্দোবস্তই করছে রাজ্য সরকার।

Marriage Registration : দুয়ারে বিয়ে! লাখ লাখ খরচের বদলে ৫০০ টাকাতেই চারহাত এক করবে রাজ্য সরকার

রেজিস্ট্রির দিনই ইমেলে বিয়ের সার্টিফিকেট

মধুচন্দ্রিমায় গিয়ে বিয়ের সার্টিফিকেটের জন্য খোঁজখবর নেওয়ার দিন শেষ। যে পাত্র পাত্রী সামাজিক বিয়ের অনুষ্ঠানের দিনই রেজিস্ট্রি করেন, তাঁরা এবার সেই দিনই পাবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বিয়ের দিন শত ব্যস্ততার মাঝেও এক ফাঁকে মেল চেক করলেই মিলবে সমাধান। শাত পাক ঘোরার মাঝেই নবদম্পতির মেলে ঢুকে যাবে বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর এই পদ্ধতি চলতি মাস থেকে চালু করছে রাজ্য সরকার। প্রয়োজন মাফিক তা ডাউনলোড করে নিলেই মিটবে ঝঞ্ঝাট।

Kolkata Bus : মেয়াদ উত্তীর্ণ সরকারি বাস পথে? উঠল অভিযোগ
ডিজিটাল শংসাপত্রের উপর বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য সরকার। এবার বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও ডিজিটাল পদ্ধতিতেই নবদম্পতির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নবান্ন। বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ এ রাজ্যে আগে ছিল না। আইন দফতর সেই পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, এবার থেকে বিয়ের রেজিস্ট্রির তিনদিন পর সার্টিফিকেটের দু’টি কপি হাতে পাওয়া যাবে।

Unique Wedding News: বেডে শুয়ে অসুস্থ কনে, ব্যান্ড পার্টি নিয়ে হাসপাতালেই বিয়ে সারলেন যুবক

ম্যারেজ পোর্টালে ডিজিটাল সার্টিফিকেট

আইন দফতর থেকে চালু করা হয়েছে ম্যারেজ পোর্টাল। সেই পোর্টালেই রেজিস্ট্রির আবেদন করেন পাত্র পাত্রীরা। এবার সেই পোর্টাল থেকেই ম্যারেজ সার্টিফিকেটও পাওয়া যাবে।

MP Controversy : সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভার্জিনিটি-প্রেগন্যান্সি টেস্ট! তুমুল বিতর্ক মধ্য প্রদেশে
তবে ম্যারেজ রেজিস্ট্রির কোনও নিয়মে বদল আসছে না। অর্থাৎ রেজিস্ট্রি অফিসারের কাছে পাত্র পাত্রীকে সই, বাঁ হাতের আঙুলের ছাপ দিতে হবে। সাক্ষীদেরও আঙুলের ছাপ দিতে হবে নিয়মমাফিকই। সেই তথ্য আপলোড করা হবে রাজ্যের এই ম্যারেজ পোর্টালে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জেনারেট হবে ডিজিটাল ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাতে থাকবে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের ডিজিটাল সই। এরপর পাত্র পাত্রীর মেলে পৌঁছে যাবে সেই ডিজিটাল শংসাপত্র।

এতদিন ম্যারেজ রেজিস্ট্রেশনের পর সার্টিফিকেট হাতে পেতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু, এই ডিজিটাল পরিষেবার জন্য বিয়ের দিনই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে হাতে পেয়ে যাবে নবদম্পতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *