Sukanya Mondal News : কোন পথে গোরু পাচার ঠিক করতেন সুকন্যা? দাবি ED-র – ed investigate anubrata mondal sukanya mondal role in cow smuggling case


গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় নয়া মোড় আসতে পারে বলেও মনে করা হচ্ছিল। এবার ED সূত্রে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কোন পথে গোরু পাচার হবে তা নির্দিষ্ট করার নেপথ্যে বড় ভূমিকা ছিল অনুব্রত মণ্ডলের মেয়ের, এমনটাই দাবি তদন্তকারীদের।

ED সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের সঙ্গে টাকা নিয়ে একাধিক সময় কথপোকথন হয়েছে। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষিকা সুকন্যা কী ভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন? সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Anubrata Mondal House : কাকার সঙ্গে ঝগড়া! সুকন্যার গ্রেফতারির পর খাঁ খাঁ করছে অনুব্রতর ‘পেল্লাই বাড়ি’
ED সূত্রে যে তথ্য সামনে আসছে তা মোতাবেক, কোন এলাকা থেকে কতগুলি লরিতে করে গোরু আসতে চলেছে সেই তালিকা থাকত সুকন্যার কাছেও। এক বাংলা সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সেই তালিকা সুকন্যাই পৌঁছে দিত বাবার কাছে। এমনকী, কিছু পুলিশ কর্তার এই ঘটনার সঙ্গে যোগাযোগ ছিল বলেই মনে করছেন ED-র তদন্তকারীরা।

Sukanya Mondal Arrested : বারবার ED-র ডাক উপেক্ষা, গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল
কোন কোন পুলিশকর্মীরা এই ঘটনার নেপথ্যে ছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, সুকন্যা কী ভাবে প্রাথমিক স্কুলে চাকরি পেলেন সেই বিষয়টির উপরেও নজরদারি চালাচ্ছে ED, জানা গিয়েছে এমনটাই। প্রসঙ্গত, গোরু পাচার মামলায় গত বছর CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পরই মেয়ে সুকন্যার সম্পত্তি নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল।

এদিকে এই মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছিল ED। পরবর্তীতে সুকন্যাকেও একাধিকবার তলব করা হয়। কিন্তু, একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। গত বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তিন দিন তাঁকে ED হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Sukanya Mondal : ৩ দিনের ইডি হেফাজতে সুকন্যা, গ্রেফতারি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত
জানা গিয়েছে, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে গোরু পাচার মামলায় আর্থিক লেনদেনের বিষয়ে নয়া তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে জামিনের জন্য কাতর আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল

তিনি আপাতত তিহাড়ে বন্দি। সম্প্রতি ভার্চুয়ালি তাঁকে বিশেষ CBI আদালতে পেশ করা হয়েছিল। সেখানে মেয়ের গ্রেফতারি নিয়ে নীরব থেকেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু, এই শুনানিতে তিনি আসানসোল জেলে ফেরত আসতে চেয়ে কাতর আর্জি জানান।

Sukanya Mondal Arrested: বাবা জেলে, মা হারা অসহায় মেয়েকে গ্রেফতার না করে কি তদন্ত চালানো যাচ্ছিল না: কুণাল
অনুব্রত মণ্ডল বলেন, “CBI মামলাতে দয়া করে আমার জামিন মঞ্জুর করুন। ওই মামলা মিথ্যা। মেয়ের চিন্তায় তাঁর রাতের ঘুম উড়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *