Titagarh Shootout : ২৪ ঘণ্টার মধ্যেই টিটাগড় শ্যুটআউটের কিনারা, বর্ধমান থেকে গ্রেফতার এক মহিলা সহ ৩ – titagarh shootout case police arrested 1 woman and 2 men within 24 hours


North 24 Parganas : টিটাগড় তৃণমূল কর্মী খুনকাণ্ডে এক মহিলা সহ ২ যুবককে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। খুনে ব্যবহৃত একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শামীম ওরফে সানি ও অভিযুক্ত সানির স্ত্রী শবনম বানু। কী কারণে ওই তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Titagarh Shootout : টিটাগড়ে ভরদুপুরে শ্যুট আউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী
গতকাল ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জি.সি.রোড নয়াবস্তি এলাকায় তৃণমূল কর্মী আনোয়ার আলীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় টিটাগড় থানায়।

Titagarh Shoouout : ভরদুপুরে গুলিতে খুন তৃণমূল কর্মী, টিটাগড়ে আটক মহিলা
সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আর্থিক সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা। গোপন অভিযান চালিয়ে মেমারি থানার অন্তর্গত বর্ধমান থেকে অভিযুক্ত এক মহিলা সহ দু’জনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। পরিকল্পনামাফিক এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেই ধারণা পুলিশের।

Hooghly News : গাড়ির সিটের তলায় লুকিয়ে লাখ লাখ টাকার গাঁজা পাচারের চেষ্টা, সিঙ্গুরে ধৃত ৩
খুনে ব্যবহৃত স্কুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু খুনে ব্যবহৃত অস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করতে পারা যায়নি। অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশের সন্দেহ। তার কারণেই ধৃতদেরকে পুলিশি হেফাজতে নিয়ে তাদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।

Kaliyaganj News : যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP-র
ঘটনায় ডিসি সেন্ট্রাল, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আশীষ মৌর্য বলেন, “এফআইআরে মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শামীম ওরফে সানি ও অভিযুক্ত সানির স্ত্রী শবনম বানু সহ একাধিক জনের নামে অভিযোগ জানানো হয়েছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে বর্ধমানে মেমারি থানা এলাকা থেকে এই তিনজনকে ধরতে পেরেছি।”

TMC Leader : দলীয় কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পানিহাটিতে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আনোয়ার আলীর পূর্ব পরিচিত ছিল। ব্যবসায়িক সূত্রেই এদের মধ্যে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। ৪ লাখ ৬২ হাজার টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে একটা বিরোধ ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই এই খুনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে পুরো বিষয়টি পরিষ্কার করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়।

Malda News : কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদার কালিয়াচকে উদ্ধার নাবালিকার দেহ, জোর রহস্য
শুক্রবার জানা যায়, ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জি.সি.রোড নয়াবস্তি এলাকায় গুলি চলার ঘটনা ঘটে। স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পরে বাড়ি ফিরছিলেন আনোয়ার আলী। সেই সময় তাঁর সঙ্গে তাঁর পুত্র ছিল বলেও জানা গিয়েছে। রাস্তার মাঝেই তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *