Alipurduar News : বনবাসেও ‘মানুষ’ হল না দলমার সেই দামাল! – even sending the elephant from south to the north the problems is not fixed


এই সময়,আলিপুরদুয়ার: কথায় বলে, স্বভাব যায় না মলে! দক্ষিণ থেকে উত্তরে পাঠিয়েও বাগে আনা যাচ্ছে না হুগলির আরামবাগ ও বর্ধমানের রায়নায় ত্রাস ছড়ানো দলমার দামালকে। ফেব্রুয়ারি মাসে লোকালয়ে ঢুকে তাণ্ডব, মানুষ মারার পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ওই বুনো দাঁতালকে বনবাসে পাঠিয়েছিল বনদপ্তর। ১৩ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে এসে রেডিও কলার পরিয়ে তাকে ছাড়া হয় গভীর জঙ্গলে।

Kuno Cheetah : কুনোয় ফের মৃত চিতা, এবার অস্তাচলে উদয়!
কিন্তু ভবি ভোলার নয়। ফের জঙ্গল ছেড়ে শনিবার সে তাণ্ডব চালায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পলাশবাড়ি এলাকায়। খনিকের জন্যে সে ঢুকে পড়েছিল কোচবিহারেও। ওই দাঁতালের আক্রমণে গুরুতর জখম হয়ে দু’জন ভর্তি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। শেষে ঘুমপাড়ানি গুলিতে ফের ওই দামাল দাঁতালকে কাবু করে জঙ্গলে ফেরাতে বাধ্য হয় বনদপ্তর।

Jhargram News : কাজু খাওয়ার লোভে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল! ঘুম উড়েছে ঝাড়গ্রামের ব্যবসায়ীদের
তবে কতদিন সে অত্যাচার ভুলে জঙ্গলের পরিবেশে আটকে থাকবে, তাই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বনদপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা প্রবীন কাসোয়ান বলেন, ‘সর্বক্ষণ নজরে রেখেও হাতিটির লোকালয়ে চলে আসার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। এতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। তবে আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখছি না।’

শনিবার সাতসকালে আচমকাই পলাশবাড়ির লোকালয়ে দেখা মেলে ওই দাঁতালের। গলায় রেডিও কলার দেখা মাত্রই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। চরম আতঙ্কের মধ্যেও তাঁরা বনদপ্তরে খবর দেন। অল্প সময়ের মধ্যেই জলদাপাড়া, বক্সা ব্যাঘ্র প্রকল্প ও কোচবিহার বনবিভাগের বনকর্মীদের একটি বিশাল দল ঘটনাস্থলে ছুটে আসে। মানুষের ভিড় সামলাতে ছুটে আসে পুলিশ বাহিনীও।

Bankura News : বন্যপ্রাণী হত্যা-জঙ্গলের সুরক্ষা বৃদ্ধিই লক্ষ্য, পথ নাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার বাঁকুড়ায়
ততক্ষণে অবশ্য পলাশবাড়ী ও কোচবিহারের দু’জনকে ঘায়েল করেছে ওই দাঁতাল। পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে ওঠায় শেষ পর্যন্ত তাকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি ছোড়ার সিদ্ধান্ত নেন বনকর্তারা। কাবু হওয়ার পর তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয় পে-লোডার ও ১৬ চাকার লরি। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাগে আসে দলমার দামাল। গলায় পরানো রেডিও কলার ও হাতিটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের শনিবার বিকেলে তাকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *