Anubrata Mondal News : ‘জেলবন্দি অনুব্রতর কাছে তালা’, বন্ধ বীরভূমের আস্ত স্কুল! উঠছে প্রশ্ন – one school of birbhum allegedly close by local club


এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছে অনুব্রত মণ্ডল। কিন্তু, তাঁকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই কাটছে না। এবার একটি স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার নেপথ্য কারণ হিসেবে অনুব্রত মণ্ডলের দিকে অভিযোগের আঙুল তুললেন বীরভূমের এক ব্যক্তি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় প্রেক্ষিতে কোনও অভিযোগ তাদের কাছে দায়ের হয়নি।

বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে আশন্তপল্লি এলাকার একটি স্কুল বন্ধ করে কমিউনিটি হল করার চেষ্টার অভিযোগ উঠেছে। উল্লেখযোগ্যভাবে, ওই ওয়ার্ডের বাসিন্দা অনুব্রত মণ্ডল। অভিযোগ ট্রাস্টের অধীনে ১৯৮৪ সাল থেকে চলা এক নার্সারি স্কুলে হটাৎ তালা ঝুলিয়েছে স্থানীয় ক্লাব। আর ঘটনার নেপথ্যেও অনুব্রত মণ্ডলের ইন্ধন দেখছেন স্কুলের বর্তমান পরিচালক লক্ষ্ণণ দে।

Bankura School : স্কুলে নিয়মিত আসছেন না শিক্ষিকারা! গেটে তালা ঝুলিয়ে গ্রামবাসীদের ক্ষোভ বাঁকুড়ায়
ঠিক কী দাবি করেছেন তিনি?
লক্ষ্ণণের দাবি, ২০২১ সালে অক্টোবর মাসে হটাৎ করেই এই স্কুলে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় ক্লাবের সদস্যরা। বলা হয় সেখানে কমিউনিটি হল করা হবে। স্কুল চালানো যাবে না। তাঁর আরও মন্তব্য, তিনি অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। এরপর অনুব্রত মণ্ডল আর কোনও সহযোগিতা করেননি বলে দাবি করেছেন লক্ষ্ণণ।

Sukanya Mondal News : কোন পথে গোরু পাচার ঠিক করতেন সুকন্যা? দাবি ED-র
তাঁর কথায়, “যারা তালা দিয়েছিল তাদের কাছে স্কুল খুলে দেওয়ার জন্য আবেদন জানাতে গিয়েছিলাম। তারা জানিয়েছে, ওই স্কুলের তালা রয়েছে অনুব্রত মণ্ডলের কাছে।” এদিকে পুলিশ-প্রশাসনের সাহায্য নেওয়ার সাহস পাননি তিনি। অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায় গ্রেফতার হলেও এখনও স্কুলে তালা ঝোলানো নিয়ে থানায় যাওয়ার সাহস পাচ্ছেন না বলে দাবি করেছেন লক্ষ্ণণ।

উল্লেখ্য, ১৯৮৪ সালে এই স্কুলটি শুরু করে লক্ষ্ণণের দিদি মামনি দে। তিনি পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। লোকমাতা নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন নামক এক ট্রাস্ট মারফত তিনি স্থানীয়দের অল্প খরচে শিক্ষা দানের উদ্যোগ নেন ওই শিক্ষিকা।

Anubrata Mondal House : কাকার সঙ্গে ঝগড়া! সুকন্যার গ্রেফতারির পর খাঁ খাঁ করছে অনুব্রতর ‘পেল্লাই বাড়ি’
যদিও যে জায়গায় এই স্কুলটি করা হয়েছে তা সরকারি খাস জমির উপর। তবে স্কুলের ট্রাস্টের নামে ওই জায়গা দলিল রয়েছে। তারা ওই জায়গা পাট্টা হিসাবে পেয়েছে বলে দাবি লক্ষ্ণণ দের। স্কুল চালানোর জন্য পুরসভাকে ট্যাক্স দেন বলেও দাবি করেছেন তিনি। তাঁর দাবি, স্কুলে ২০০ জন পড়ুয়া ছিল। লক্ষ্ণণবাবুর আর্জি, এই স্কুলটি খুলে দেওয়া হোক।

Sukanya Mondal: গ্রেফতার কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল

অন্যদিকে, স্থানীয় ক্লাবের সদস্যারা তালা দেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, ওই স্কুলের প্রতিষ্ঠাতা মামনির মৃত্যুর পর জায়গাটি বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছিলেন লক্ষ্মণ দে। খাস জমির উপর থাকা স্কুল কি করে বিক্রি হয়? আর সেই জন্যই তারা তালা দিয়েছেন।

Uttar 24 Pargana : চাল চুরির অভিযোগ! শিক্ষিকার বদলির দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
এদিকে এই ঘটনায় বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, ” এই নিয়ে আমাদের কাছে কোনদিন লিখিত অভিযোগ জমা পড়েনি। মৌখিকভাবেও কেউ জানায়নি। তবে বিষয়টা যখন শুনলাম অবশ্যই খোঁজ নেব এবং উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূলের কোর কমিটির আওহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, ” এই বিষয়টি আমার জানা নেই । তাই কোনও মন্তব্য করব না। ” পাশাপাশি ডিপিএসসি চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, “এই স্কুলটি পাবলিক স্কুল। বিষয়টি নিয়ে জানা নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *