Behala : সাঁতার জেনেও ডুবে মৃত্যু! বেহালার ছাত্রের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য – student drowned in a pond in behala after knowing swimming


সাঁতার জানা ছিল। তারপরেও পুকুরে ডুবে মৃত্যু হল এক একাদশ শ্রেণির ছাত্রের। মর্মান্তিক ঘটনা পর্ণশ্রী থানা এলাকায়। মৃত ছাত্রের নাম সৌভিক প্রামাণিক। ছাত্রের মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকার অরবিন্দ পল্লীতে ৷ সাঁতার জানা সত্বেও কী করে জলে ডুবে মৃত্যু হল ওই ছাত্রের, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ৷ দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Paschim Medinipur News : পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু ২ বোনের, শোকাচ্ছন্ন গোটা গ্রাম
ছাত্রের পরিবার সূত্রে খবর, বেহালার রায় বাহাদুর রোডের বাসিন্দা সৌভিক প্রামাণিক৷ বেহালা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে৷ আজ সকালে বন্ধুদের সঙ্গে ইসলামিয়া মাঠে ফুটবল খেলছিল সে ৷ ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গেই সবাই মিলে অরবিন্দ পল্লীর পুকুরে স্বান করতে নামে৷ এর আগেও তাঁরা এখানে স্নান করেছে বলে খবর৷ সাঁতারও জানত সৌভিক৷ তারপরেও কী করে সে ডুবে গেল তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷

Birbhum News : ফের নদীতে ডুবে মৃত্যু, কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ পড়ুয়া
এদিন জলে নামার পর হঠাৎ তলিয়ে যায় সৌভিক। সঙ্গে থাকা বন্ধুরাই তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে৷ তারাই তাঁকে পুকুর থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে৷ তখনই অচৈতন্য হয়ে পড়েছিল সৌভিক৷ সেখান থেকে তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

Jhargram News : সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ কিশোর
স্থানীয় বাসিন্দারা জানান, দুটি বন্ধু মিলে সৌভিককে জল থেকে তুলে আনে। সৌভিকের মুখ থেকে উগরে কিছুটা জল ও বমি বের হয় বলে দাবি। ততক্ষণে সৌভিকের শরীর অনেকটা নেতিয়ে যায়। পাশ থেকেই একটি গাড়ি যাওয়ার সময় সেটিকে নিয়ে সৌভিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Malda News : কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদার কালিয়াচকে উদ্ধার নাবালিকার দেহ, জোর রহস্য
সৌভিক প্রামাণিক নামে ওই যুবকের এক আত্মীয় বলেন, “আমাদের খবর দেওয়া হল, ওঁর দুর্ঘটনা ঘটেছে। তাই ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি এই অবস্থা।” ঘটনায় ভেঙে পড়েছে সৌভিকের গোটা পরিবার। সাঁতার জানলেও কী করে এরকম ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের সদস্যরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *