Cyber Crime : বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩ – jhargram cyber ​​crime police arrested three youth for cyber fraud


West Bengal News : বিদ্যুৎ বিল মেটানোর জন্য মোবাইলের মেসেজে ক্লিক করে বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল লাখ টাকারও বেশি। ওই অভিযোগের তদন্ত করতে নেমে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ এবার তিনজনকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল প্রিন্স কুশওয়া (২২), সৌরভ মিত্র (২৮) ও কিষাণ গরাই (২৩)। প্রিন্স কুশওয়া এবং সৌরভ মিত্রের বাড়ি আসানসোলের কুলটি থানা এলাকায়। কিষাণ গরাইয়ের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার কেলাহি গ্রামে।

Jamtara Gang : দুর্গাপুরে বসে জামতাড়া গ্যাংয়ের ধাঁচে কোটি টাকার প্রতারণা, দিল্লি পুলিশের হাতে পাকড়াও ২
গত ২৯ তারিখ সাইবার ক্রাইম থানার পুলিশ প্রিন্স কুশওয়া ও সৌরভ মিত্রকে দুর্গাপুরের একটি ভাড়া বাড়ি থেকে এবং আসানসোলের সালানপুর থেকে কিষাণ গরাইকে গ্রেফতার করে। গত ১৭ এপ্রিল ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় শহরের বাছুরডোবার বাসিন্দা বৃদ্ধ অরূপ রায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বৃদ্ধ জানিয়েছিলেন, “গত ১৫ এপ্রিল শনিবার আমার মোবাইলে একটি মেসেজ আসে। সেখানে দাবি করা হয় বিদ্যুতের বিল বাকি আছে। দ্রুত টাকা জমা না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। তারপর আমি ওই নম্বরে ফোন করতে একটি লিংক পাঠিয়ে ক্লিক করে ডাউনলোড করতে বলা হয়। ক্লিক করতেই একটি অ্যাপ ডাউনলোড হয়ে যায়। তারপরেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ১ লাখ ৪ হাজার টাকা কেটে নেওয়া হয়। শনিবার ও রবিবার থাকায় সোমবার ব্যাঙ্ক থেকে পাসবই আপডেট করে দেখি ঘটনা সত্য।”

Electricity Bill Payment : এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্রাহকদের সুবিধায় বড় পদক্ষেপ
তারপর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান বৃদ্ধ। পুলিশ তদন্তে নেমে মোবাইল ও ব্যাঙ্কের পাসবুক থেকে কার কাছে টাকা গিয়েছে সেই তথ্য জানতে পারে। তারপর সেই মোবাইল নম্বর টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর ও সালানপুর থেকে মোট তিনজনকে গ্রেফতার করে। এদের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া গ্যাং যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ ধৃত তিনজনকে ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত সিজেএম বিচারক সুক্তি সরকারের এজলাসে তোলে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত সৌরভ মিত্র ও কিষাণ গরাইয়ের আইনজীবী সজল মিত্র আদালতে জামিনের আবেদন করেন।

Cyber Crime : অনলাইন প্রতারণায় লাখ টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খন্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
অভিযুক্ত পক্ষের আইনজীবী সজল মিত্র বলেন, “বিচারক জামিন খারিজ করে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলার কেস ডায়রি ১২ই মে আদালতে তলব করেছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *