আল-কায়দা এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। শনিবার হাওড়া থেকে ট্রেন ধরার খবর পেয়েই তাকে পাকড়াও করে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, নান্নু মিঁয়া আদতে কোচবিহারের দিনহাটার বাসিন্দা। ধৃতের কাছ থেকে দেশ বিরোধী কার্যকলাপের প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলাও রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২২ সালের অগস্ট মাসে উত্তর চব্বিশ পরগণার শাসন থানায় রুজু হওয়া একটি মামলার প্রেক্ষিতে তদন্ত নামে এসটিএফ। এর পর তদন্তকারী অফিসারেরা জানতে পারেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত রয়েছেন দিনহাটার বাসিন্দা নান্নু। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলেন গোয়েন্দারা। এসটিএফ-এর অনুমান, ধৃত ব্যক্তি জঙ্গি সংগঠন আল-কায়দা এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখত। তার কাছ থেকে তেমনই নথিপত্র পাওয়া গিয়েছে। সীমান্ত এলাকায় তার সন্দেহজনক গতিবিধির সূত্রে আরও কয়েকজনের খোঁজ চলছে বলে এসটিএফ সূত্রে খবর।
সম্প্রতি হুগলি থেকে আল-কায়দা যোগে আনিরুদ্দিন আনসারি নামে এক যুবককে গ্রেপ্তার করে এসটিএফ। তাকে জেরা করে নান্নুর বিষয়ে আরও তথ্য পাওয়া গিয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। কয়েক মাস আগে হাওড়া থেকে দুই সন্দেহভাজন ইসলামিক স্টেট-এর জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। এর পর তদন্ত ভার নেয় এনআইএ।