Justice Abhijit Gangopadhyay : মাংসের কড়াই উলটাল! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম নির্দেশ স্পষ্ট হতেই ট্রোলের মুখ তৃণমূল – justice abhijit gangopadhyay has not been removed from all recruitment scam case netizens attack tmc supporters in meme


খবরের শিরোনামে এখন একটাই নাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই বিচারপতির এজলাস থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির দু’টি মামলা সরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় কিছু কিছু মন্তব্য করেছেন। এমনটাই অভিযোগ ছিল তৃণমূলের। ফলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ স্বাগত জানিয়েছিল ঘাসফুল শিবির। তবে ভুল ভাঙে কয়েকঘণ্টার মধ্যেই।

Abhishek Banerjee : যে কোনও মুহূর্তে অভিষেককে তলব করতে পারে ED-CBI? এই সময় ডিজিটালকে উত্তর আইনজীবী বিকাশের
সুপ্রিম নির্দেশ আসার পর থেকেই রটে যায়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। নেটপাড়ায় এই নিয়ে হইচই ফেলে দেয় তৃণমূলপন্থীরা। একাধিক পোস্ট শুরু হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে। দেবাংশু ভট্টাচার্যও তাঁর নাম না করে কটাক্ষ করে টুইট করেন।

Justice Abhijit Ganguly: সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল কোন মামলা?
কিন্তু, ছবিটা বদলে যায় বিকেলের পর থেকে। সুপ্রিম কোর্টের অর্ডার হাতে পাওয়ার পর জানা যায় আসল তথ্য। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ বারবার দাবি করেছিলেন, তদন্তকারীরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। এই মর্মে তিনি একটি চিঠিও লেখেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে ED-CBI অভিষেক গঙ্গোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করুক। ধোঁয়াশা কাটিয়ে আইনজীবী মহলের একাংশ স্পষ্ট করেন, সেই সংক্রান্ত দু’টি মামলা থেকেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

Justice Abhijit Ganguly: ‘বাড়ির সামনে ব্যারিকেড লাগিয়ে বসে থাকেন, কে অভিষেক?’ বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্যুতে প্রশ্ন অনীক দত্তের
আর এরপরই দেখা যায়, সকালে যারা কটাক্ষের স্বীকার হয়েছিলেন, সেই নেটিজেনরাই বিকেলে তৃণমূলপন্থীদের পালটা জবাব দিতে শুরু করেন। মিমে ভরে যায় সোশাল মিডিয়ায়। যার মধ্যে একটি মিম অত্যন্ত সাড়া ফেলেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে উনুনে চাপানো কড়াই ভর্তি রান্না করা মাংস পড়ে গিয়েছে মাটিতে। এতটা মাংস এভাবে পড়ে যাওয়ায় হয়ত কপাল চাপড়াচ্ছেন আয়োজনকারীরা। কটাক্ষের সুরে নেটিজেনদের দাবি, হয়ত এই অবস্থাই হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। নিয়োগ দুর্নীতি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরে গিয়েছে ভেবে যারা পিকনিকের আয়োজন করেছিল, আসল তথ্য জানতে পেরে এখন তাদের এই দশা। এভাবেই দিনভর ট্রোল করা হল তৃণমূলকে।

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরছে কোন কোন মামলা? স্পষ্ট হবে হাইকোর্টের বিজ্ঞপ্তিতে

আসলে প্রথম থেকেই বিচারপতি গঙ্গোপাধ্যায় একের পর এক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন। কখনও মন্ত্রী কন্যার চাকরি যাওয়া, কখনও পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় CBI-কে ধমক তো কখনও আবার অযোগ্যদের চাকরি বাতিল। তাঁর রায়গুলিতে ন্যয়্য চাকরির দাবিতে রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন যেন মসীহা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *