Kolkata Hospital : এমআরআই করাতে গিয়ে কলেজ ছাত্রীর মৃত্যুতে প্রশ্ন – college student dies while undergoing mri in kolkata


এই সময়: বমি-বমি ভাব এবং হাত কাঁপার উপসর্গ নিয়ে শহরের এক নামী হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বছর কুড়ির এক কলেজ ছাত্রী। চিকিৎসকের পরামর্শে এমআরআই করাতে গিয়ে সেখানেই মৃত্যু হলো শ্রীপর্ণা দত্ত নামে ওই তরুণীর। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স-এ (আইএনকে) শনিবারের ঘটনা।

Unique Wedding News: বেডে শুয়ে অসুস্থ কনে, ব্যান্ড পার্টি নিয়ে হাসপাতালেই বিয়ে সারলেন যুবক
ওই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআরআই করানোর সময়েই অসুস্থতা বাড়ে তাঁর। এই ঘটনায় শ্রীপর্ণার বাড়ির তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো সব রকম চেষ্টা করেও বাঁচানো যায়নি ওই তরুণীকে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন শ্রীপর্ণা। আদতে আসানসোলের বাসিন্দা, পড়াশোনার কারণেই সপরিবার থাকছিলেন কলকাতায়।

Nadia News : ডায়ালিসিস করাতে গিয়ে HIV আক্রান্ত ৬ রোগী, শোরগোল কল্যাণীর হাসপাতালে
লেডি ব্রেব্রোর্ন কলেজে পদার্থবিদ্যার ছাত্রী ছিলেন। কোনও কারণে তাঁর হাত কাঁপছিল। মাথা ব্যথার উপসর্গও ছিল। কয়েক দিন তিনি কলেজের প্র্যাক্টিক্যাল ক্লাসও করতে পারছিলেন না। শনিবার বাবার সঙ্গে আইএনকে’র আউটডোরে চিকিৎসার জন্যে আসেন। হাসপাতালের অতিরিক্ত সিইও জয়িতা বসু জানিয়েছেন, চিকিৎসক জ্যাকি গঙ্গোপাধ্যায় শারীরিক পরীক্ষার পরে শ্রীপর্ণাকে মস্তিষ্কের এমআরআই এবং এমআরআই অ্যাঞ্জিয়োগ্রাম করানোর পরামর্শ দেন।

North Bengal Medical College : সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি! স্কেচের সূত্রে মা-র কোলে নবজাতককে ফেরাল পুলিশ
হাসপাতালেরই একটি বিভাগে তাঁর সেই পরীক্ষার শেষ পর্যায়ে বমি-বমি ভাব শুরু হলে তাঁকে একটি চেয়ারে বসানো হয়। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় খিঁচুনি। মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যান তিনি। শ্রীপর্ণার বাড়ির লোকেদের অভিযোগ, আচমকা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লেও সঙ্গে সঙ্গে চিকিৎসক পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে চিকিৎসক আসেন।

Birbhum News : অশীতিপর চিকিৎসক খুনে রহস্য নলহাটিতে
ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দুই চিকিৎসক তরুণীকে সিপিআর দেওয়া শুরু করেন। এমন অবস্থা দেখেই ‘কোড-ব্লু’ ঘোষণা করা হয়। অর্থাৎ কোনও প্রাপ্তবয়স্ক রোগীর কার্ডিয়াক ও রেসপিরেটরি অ্যারেস্ট (হৃদরোগ) হলে তৎক্ষণাৎ সেই বিষয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা।

Kolkata News : কবে অন্তঃসত্ত্বা হলাম! শিশুকে ফেলে প্রশ্ন মায়ের
শ্রীপর্ণাকে জরুরি বিভাগে এনে ভেন্টিলেশনের ব্যবস্থাও করা হয়। কিন্তু এত কিছুর পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের মত, তরুণীর অবস্থা জটিল ছিল বলেই তাঁকে ওই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তরুণীর বাড়ির লোকেরা অবশ্য জানিয়েছেন, তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশের বক্তব্য, ‘ওই কলেজ ছাত্রীর দেহের ময়নাতদন্ত করা হবে। তাতেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এর পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *