Krishnanagar Municipality : কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের BJP নেতার – bjp leader file a case against krishnanagar municipality for corruption allegation


West Bengal News : এবার দুর্নীতির অভিযোগ কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেন আইনজীবী তথা BJP নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রিতা দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তরুণ জ্যোতি তিওয়ারির করা লিখিত অভিযোগ গ্রহণ করেছে কৃষ্ণনগর কোতয়ালি থানা।

উল্লেখ্য, কৃষ্ণনগর পুরসভার সৌন্দর্যায়নের জন্য পাঁচ কোটি টাকার বরাত ঘোষণা করা হয়। অভিযোগ ওঠে সেই কাজের টেন্ডারটি তিনি তার ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে কল্যাণীর এক ব্যক্তিকে দিয়েছেন। যদিও পরবর্তীকালে বেআইনি সেই টেন্ডারের বিরুদ্ধে আদালতে মামলা হলে আদালত ওই টেন্ডারটি বাতিল করে পুনরায় টেন্ডার ঘোষনার নির্দেশ দেয় আদালত।

Nadia News : আর্থিক দুর্নীতির প্রতিবাদ করে মার খেলেন প্রধান শিক্ষক, শোরগোল নদিয়ার
এবার সেই দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। এই বিষয়ে আইনজীবী তথা BJP নেতা তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, “কৃষ্ণনগর পুরসভায় একাধিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন চেয়ারম্যান রিতা দাস। কৃষ্ণনগর পুরসভার উন্নয়নের যে অর্থ সেগুলোতে সাধারণ মানুষের অধিকার রয়েছে। কখনই একজন চেয়ারম্যান বল প্রয়োগ করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারেন না। তিনি নিজের অধিকার বলে একজনকে বেআইনি ভাবে টেন্ডার দিয়েছেন। তার পিছনে বিপুল অঙ্কের টাকার লেনদেন রয়েছে। আমরা আশা রাখছি প্রশাসন যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আদালতের দরজা খোলা রয়েছে, আমরা আদালতের দ্বারস্থ হলাম।

Nadia News : চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হাসপাতালে
তরুণ জ্যোতি আরও বলেন, “গোটা রাজ্য জুড়ে তৃণমূল যেমন দুর্নীতি ছড়িয়েছে, সেটা থেকে কৃষ্ণনগরও বাদ যায়নি। কিন্তু আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। আমরা আইনের মাধ্যমে লড়াই করব।”

এই বিষয়ে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশীষ রায় বলেন, “BJP-র একজন আইনজীবী একটি অভিযোগ তুলেছেন। সেটা প্রশাসন গ্রহণ করবে না করবে না সেটা নিতান্তই প্রশাসনের ব্যাপার। কিন্তু কৃষ্ণনগর পুরসভায় কোনও দুর্নীতি হয়নি। আদালত নতুন করে টেন্ডারের কথা বলেছে। আদালত কখনও দুর্নীতির কথা বলেনি।”

Purba Medinipur : কাঁথি পুরসভার স্টল দুর্নীতি মামলা, গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার
পাশাপাশি তিনি বলেন, “সকলেই জানে কৃষ্ণনগর পুরসভায় BJP-র কোনও জায়গা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের অভিযোগ করছেন BJP নেতা।” অন্যদিকে পুরসভার চেয়ারম্যান রিতা দাসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *