Local Train Cancelled From Howrah : হাওড়ায় ফের বাতিল এক গুচ্ছ লোকাল, ভোগান্তির আশঙ্কা – eastern railway said that multiple trains will be cancelled on multiple lines of howrah division


১ মে থেকে ১০ মে পর্যন্ত কাজ চলার কারণে হাওড়া ডিভিশনের একাধিক লাইনে একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

 

Local Trains
বাতিল এক গুচ্ছ লোকাল(প্রতীকী ছবি)

হাইলাইটস

  • লোকাল ট্রেন বন্ধে ফের ভোগান্তির আশঙ্কা
  • এ বার হাওড়া ডিভিশনের একাধিক লাইনে টানা ১০ দিন বেশ ক’জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল
  • ১ মে থেকে ১০ মে চলবে কাজ
এই সময়: লোকাল ট্রেন বন্ধে ফের ভোগান্তির আশঙ্কা। এ বার হাওড়া ডিভিশনের একাধিক লাইনে টানা ১০ দিন বেশ ক’জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। ১ মে থেকে ১০ মে চলবে কাজ। রেল জানিয়েছে, ওই সময়ে লিলুয়া-বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। হাওড়া থেকে ছ’টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

Howrah Amta Train: ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ, হাওড়া-আমতা শাখায় স্তব্ধ ট্রেন চলাচল
বর্ধমান থেকে বাতিল থাকবে দু’টি লোকাল। পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ এবং শ্রীরামপুর থেকে একটি করে লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। প্রতিদিন এই শাখায় হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। মাসের শুরুতে টানা ১০ দিন একাধিক ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। আগেও রেলের তরফে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য বেশ কিছু রুটে ট্রেন আংশিকভাবে বাতিল করতে হয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *