Mid Day Meal : মিড ডে মিলের মেনুতে স্কুলে বড় চমক! পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি – howrah bankra islamia primary school arranged chicken biryani in mid day meal


স্কুলের মিড ডে মিলে বিরিয়ানি! চেটেপুটে খেল পড়ুয়ারা। ২ মে থেকে থেকে পড়ছে গ্রীষ্মের ছুটি। তার আগেই পড়ুয়াদের জন্য রীতিমতো ভুরিভোজের আয়োজন করা হল। হাওড়ার বাঁকরা ইসলামিয়া প্রাইমারি স্কুলে শনিবার ছিল বিশেষ দিন। পড়ুয়াদের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়েছিল।

হাওড়ার বাঁকরা ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ে দিবা বিভাগে প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৪১৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। স্কুল খোলা থাকলে সরকারি নিয়ম মোতাবেক প্রতিদিন তাদের মিড ডে মিল দেওয়া হয়। কিন্তু, শীঘ্রই গ্রীষ্মের ছুটি পড়তে চলেছে। তার আগে পড়ুয়াদের একটি বিশেষ দিন উপহার দিতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ।

School Summer Vacation: নেমেছে তাপমাত্রার পারদ, আগামীকাল খুলছে রাজ্যের স্কুল-কলেজ? যা জানাল শিক্ষা দফতর
কিন্তু, গরমের ছুটির আগে বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঠিক হয় শনিবার পড়ুয়াদের জন্য আয়োজন করা হবে চিকেন বিরিয়ানি। আর সেই জন্যই শনিবার সকাল থেকে শুরু থেকে তোড়জোড়। বাইরে থেকে বিরিয়ানি রান্নার জন্য নিয়ে আসা হয় বিশেষ রাঁধুনি। পড়ুয়াদের জন্য ইচ্ছে এবং আবেগের কোনও খামতি না থাকলেও প্রশ্ন উঠছিল অতিরিক্ত টাকা আসবে কোথা থেকে?

Summer Vacation : ২ মে থেকেই সরকারি স্কুলে গরমের ছুটি
স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা সরকার জানান, চলতি বছর থেকে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প শুরু হয়েছে-অ্যাডিশনাল নিউট্রেশন। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ছাত্র পিছু মিড ডে মিলে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। মিড ডে মিলের খাবার ছাড়াও ওই টাকা থেকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছিল পড়ুয়াদের। মাংস,ডিম,মাছ,ফলও দেওয়া হচ্ছিল তাদের। এই খাতেই কিছু অর্থ বাঁচিয়ে শনিবার চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়।

Digha Hotel : ৯৯ শতাংশ হোটেল বুক, মওকা বুঝে বেশি ভাড়ার দাবি নয় তো? কড়া নজরদারি দিঘায়
এদিকে বিরিয়ানি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা। এক পড়ুয়ার কথায়, “আমরা অত্যন্ত খুশি। বিরিয়ানিটা অত্যন্ত ভালো ছিল।” অপর এক পড়ুয়া জানান, আমাদের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। তার আগে স্কুলে এই মিড ডে মিল খাওয়াল। আমরা অত্যন্ত খুশি হয়েছি।

অন্যদিকে, এক শিক্ষক বলেন, পড়ুয়াদের জন্য আমরা বিশেষ কিছু করতে চেয়েছিলাম। তাই আলোচনা করে বিরিয়ানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে বিরিয়ানির স্বাদে কোনও খামতি না থাকে সেজন্য বাইরের থেকে রাঁধুনি নিয়ে আসা হয়েছিল। বিরিয়ানি খেয়ে পড়ুয়ারা অত্যন্ত খুশি হয়েছেন। ওদের জন্যই সমস্ত আয়োজন।

School Fees Refund: কোভিডের সময়ের ফি রিফান্ডে দেরি, 100 স্কুলকে জরিমানা দেওয়ার নির্দেশ
উল্লেখ্য, ১৩ এপ্রিল রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, বাংলার সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলহুলিতে ২ মে থেকে পড়বে গ্রীষ্মের ছুটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *