আধুনিক প্রযুক্তির আধুনিকতার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণার অভিনবত্বও। অনলাইন শপিংয়ে পার্সেল ডেলিভারি কোডেও লুকিয়ে প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিয়েই আট লাখ টাকা খোয়ালেন উত্তরপাড়ার পরিবহন ব্যবসায়ী।অভিনব প্রতারণার শিকার উত্তরপাড়া ১৩৩ শিবনারায়ণ রোড এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। জানা গিয়েছে, শনিবার সকালে ওই ব্যবসায়ীর ফোনে একটি ফোন আসে। ওই ফোনে একটি অনলাইন সংস্থার নাম করে বলা হয় আপনার পার্সেল ডেলিভারি দিতে গিয়েছে আমাদের প্রতিনিধি কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছে না। আপনার মোবাইলে একটা ডেলিভারি কোড দিচ্ছি আর আপনার ঠিকানাটা ডেলিভারি বয়কে দিয়ে দিন। এরপরই একটা লিঙ্ক পাঠিয়ে বলা হয় রেফারেন্স নম্বরটা পাঠিয়ে দিন। Cyber Crime : অনলাইন প্রতারণায় লাখ টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খন্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
নির্দেশ মতোই কাজ করেন রঞ্জিত কর্মকার। তিনি জানান, এরপরই মোবাইলে ওটিপি আসতে থাকে। তা পাঠাতেই বন্ধন ব্যাংকের একটি সেভিংস ও একটি কারেন্ট অ্যাকাউন্ট থেকে আট লাখ টাকা তুলে নেয় প্রতারক। সঙ্গে সঙ্গে উত্তরপাড়া বন্ধন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট দুটি বন্ধ করেন। পরে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। যদিও এখনও কোনও কিনারা হয়নি।
প্রতারিত রঞ্জিত কর্মকার বলেন,”আমার পরিবহনের ব্যবসা। বিভিন্ন পার্সেল আসে বাড়িতে। তেমনই আজ একটি পার্সেল এসেছে বলে ফোন করে আট লাখ টাকা গায়েব করে দিয়েছে।” সাইবার বিশেষজ্ঞ বলেন, ”অনলাইন প্রতারণা চক্র প্রতিদিনই নতুন নতুন কায়দায় সাধারণ মানুষকে প্রতারিত করছে। রঞ্জিতবাবুর ক্ষেত্রে লিঙ্কের মাধ্যমে সম্ভবত মোবাইল ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে। মোবাইলে আসা কোনও লিঙ্ক খোলার ক্ষেত্রে সাবধানী হতে পরামর্শ বিশেষজ্ঞদের।