Partha Chatterjee : বেহালা কি নিজের বিধায়ক পার্থকে চায়? বামেদের গণভোটে কী রায় জনতার? – behala paschim people participated in a poll whether they want partha chatterjee as mla or not organized by dyfi


খাতায় কলমে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। কিন্তু, বর্তমান ঠিকানা আলিপুর সংশোধনাগার। বিধায়ক জেলবন্দি থাকায় ভুগতে হচ্ছে বিধানসভা এলাকার বাসিন্দাদের। আটকে রয়েছে একাধিক সরকারি কর্মকাণ্ড। বিধায়কের কী পদত্যাগ করা উচিত ? জনমত গ্রহণ করছে DYFI। অনেকটা তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গ্রাম বাংলার মতামত’ এর কায়দায় জনমত নিচ্ছে বাম যুব সংগঠনও।

Partha Chatterjee News : অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া কাঁড়ি কাঁড়ি টাকার উৎস কী? মুখ খুললেন পার্থ
DYFI নেতৃত্বের দাবি, বিধায়কের কাছ থেকে পরিষেবা পাচ্ছেন না সাধারণ নাগরিকরা। কারণ বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই অবস্থায় বিধায়কের পদত্যাগের দাবিতে গণভোটের আয়োজন করা হয়েছে। বিধায়ক পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত? প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে মানুষের কাছে।

বাম যুব সংগঠন DYFI এর পক্ষ থেকে এরকম একটি নতুন কর্মসূচি গ্রহণ করা হয় রবিবার। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। সেখানে এসে সাধারণ মানুষ এলাকার যাঁরা ভোটার, তাঁরা নিজেদের মতামত জানালেন।

Partha Chatterjee : ব্যথা পাবেন, তাই মন্ত্রীর আংটি খোলাননি সুপার
তবে এখানে কোনও ব্যালট লুঠ করা হয়নি বলে কটাক্ষ করেন বামনেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, বেহালার মানুষ যাতে পরিষেবা পান তারজন্যই তাঁদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে কৌস্তভ বলেন, “বিধায়কের পরিষেবা পেতে মানুষ কি এবার জেলে যাবে ? কোটি কোটি টাকা চুরি করেছে। বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। মানুষ কি পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চান কি চান না, মানুষ তাঁর মতামত দিচ্ছেন।”

এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জিরো টলারেন্স নীতি’ নিয়ে বক্তব্যকে খণ্ডন করে কৌস্তভের দাবি, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে বলা হচ্ছে না কেন ? এতগুলো তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে, তাঁদেরকে কেন পদত্যাগ করতে বলা হচ্ছে না। প্রশ্ন তোলেন তিনি।

Partha Chatterjee : আংটি-তাগা ত্যাগ করে পার্থর গীতাপাঠ গারদে

কতজন ভোট দিলেন পার্থ চট্টোপাধ্য়ায়কে?

বেহালা পশ্চিমে গণভোট দিয়েছেন মোট ৪৬১ জন। ৫টি ভোট বাতিল হয়েছে। ৪২৬ জন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্তফা দিন। মোট ভোটের সাড়ে ৬ শতাংশ পেয়েছেন পার্থ। বাকি সাড়ে ৯৩ শতাংশ ভোট পড়েছে তাঁর বিরুদ্ধে।

Recruitment Scam : কোনও বন্দিরই জামিন হবে না! প্রশ্ন পার্থর আইনজীবীর
গত বছর জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। একাধিক নথি পত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে। এরপর সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বলে দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও। অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। পরে পার্থকে হেফাজতে নেয় সিবিআই। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে জেল হেফাজতে রয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *