TMC Vs ISF : নওশাদ সিদ্দিকির মঞ্চ বাঁধা নিয়ে TMC-ISF সংঘর্ষ, ফের উত্তপ্ত ভাঙড় – clash between isf and trinamool congress police picketing is in bhangar


South 24 Parganas : ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির রাজনৈতিক সভার মঞ্চ বাঁধাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধ। ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

TMC Vs ISF : তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ISF-এর বিরুদ্ধে, ফের উত্তপ্ত ভাঙড়
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাঙড়ের জাগুলগাছি এলাকায় রাজনৈতিক সভা করার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলে তৃণমূল কংগ্রেস সেই মঞ্চ ভেঙে দেয় বলে আইএসএফের কর্মীদের অভিযোগ।

এমনকি আইএসএফ কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলেও দাবি তাঁদের। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্য আইএফএস এসব করছে। কোনও কর্মীকে মারধর করা হয়নি বলে দাবি তৃণমূলের।

TMC Vs ISF : ‘প্রশাসন আমরা দেখে নেব…’, ভাঙড়ে ISF কে হুঁশিয়ারি তৃণমূল নেতার
তৃণমূলের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্লাব ভাঙচুর করে ISF কর্মীরাই। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাঁদেরকেই ব্যাপক মারধর করা হয়। আহতদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Panchayat Election : BJP প্রার্থী দিলে আজীবন ন্যাড়া থাকব: তৃণমূল বিধায়ক
তৃণমূল নেতা আইনাল মোল্লা বলেন, “আমাদের জাউলগাছি মাঠের ধারে কিছু লোক বসে আড্ডা মারছিলেন। সেখানে হঠাৎ কিছু লোক এসে তাঁদের বেধড়ক মারধর শুরু করেন। কোনও কথা না বলেই মারতে থাকে। একজনের হাতে গুরুতর আঘাত লাগে। তাঁদেরকে আজ আমরা হাসপাতালে নিয়ে এসেছি।” এমনকি আহত তৃণমূল কর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ও কিছু ISF কর্মীরা ফের হামলা চালায় বলে অভিযোগ।

Trinamool Congress : ‘…মুছে যাবে’, পটাশপুরে দলত্যাগের পরেই বিস্ফোরক প্রাক্তন তৃণমূল নেতা
আইএসএফ নেতা ফিরোজ মোল্লা বলেন, “আমাদের পূর্ব নির্ধারিত একটি জনসভা হওয়ায় কথা ছিল। সমস্ত জায়গা থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমরা মঞ্চ বাধার কাজ করছিলাম। হঠাৎ সেই সময় বেশ কিছু TMC কর্মীরা এসে মঞ্চ ভাঙচুর করে। আমাদের কর্মীদের মারধর করা হয়।”

TMC Leader : ‘শুভেন্দুর সভায় কারা যাচ্ছেন লিখে রাখুন…’, বাঁকুড়ায় দলীয় কর্মীদের হুঁশিয়ারি TMC ব্লক সভাপতির!
দুই তরফে অভিযোগ, পালটা অভিযোগে এখনও এলাকা থমথমে হয়ে আছে। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড় যে রাজনৈতিক কারণে বারে বারে উত্তপ্ত হয়ে উঠবে তা এদিনের ঘটনায় একরকম পরিষ্কার, এমনটি মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের এক সভা থেকে ভাঙড় বিধানসভার সহ কনভেনার আব্দুর রহীম মোল্লাকে কিছু বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। তারপরেই ফের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *