West Bengal Police : এবার শিক্ষকের ভূমিকায় পুলিশ! আধিকারিকদের কোচিং পেয়ে সাফল্য ৮৮ পরীক্ষার্থীর – malda 88 job aspirants get police job after taking coaching from police officer good news


West Bengal News : পুলিশ নাকি পড়াবে! চোর, গুণ্ডা, দুষ্কৃতীদের নিয়ে যাদের দিন চলে যায় তাঁরা ছাত্রছাত্রীদের কিসের পাঠ দেবেন? বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্তরে পড়ানোর বিজ্ঞাপন নিয়ে রাজ্য রাজনীতিতে গেল গেল রব উঠেছিল মাসখানেক আগেই। কিন্তু পুলিশ আধিকারিকদের কাছে পড়াশোনা করে যে চাকরির পরীক্ষায় পাশ করা যেতে পারে, একথা কি আগে কেউ কখনও শুনেছিলেন? না শুনে থাকলেও এবার শুনতে পাবেন।

কারণ মালদা জেলায় শিক্ষকের ভূমিকায় নেমেছেন পুলিশকর্তারা। পুলিশ কর্তাদের কোচিং পেয়ে পুলিশের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৮৮ জন পরীক্ষার্থী। শিক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়ে জেলার পুলিশকর্তা প্রায় নব্বই শতাংশ সাফল্য লাভ করেছেন।

Mamata Banerjee: টাটকা কালিয়াগঞ্জের ক্ষত! মালদা সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে থাকবে উত্তর দিনাজপুর জেলাও
মালদা জেলার আইন-শৃঙ্খলা সামলে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের চাকরি প্রার্থীদের কোচিং-এর মাধ্যমে মক ইন্টারভিউ টেস্ট করিয়ে সাফল্য পেয়েছে মালদা জেলার পুলিশ। ২২ জন সিভিক ভলান্টিয়ার এই কোচিংয়ে যোগ দিয়েছিলেন। তার মধ্যে ১৭ জনই আজ কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র পেয়েছেন।

শুধু তাই নয় ৫২ জন সাধারণ পরীক্ষার্থীও এই প্রশিক্ষণ পেয়ে আজ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র পেয়েছেন। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মোট ১০০ জন পরীক্ষার্থী মালদা জেলা পুলিশ লাইনে কোচিং-এ যোগ দিয়েছিলেন। মূলতঃ এই কোচিং-এ পরীক্ষার্থীদের মক টেস্ট ইন্টারভিউ করানো হয়।

মালদা জেলা পুলিশ সুপার ডক্টর প্রদীপ কুমার যাদবের উদ্যোগে এই মক টেস্টের আয়োজন করা হয়েছিল। মালদা জেলা পুলিশের একজন ডিএসপি ইন্সপেক্টর ও কনস্টেবল মিলিয়ে মোট ১০ জন নিয়মিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউর আগে মক টেস্ট ইন্টারভিউ নেন। তাদের কোচিং করানো হয়।

WB Police Constable Result 2023 : আইসির চেষ্টায় কনস্টেবলের চাকরিতে সাফল্য ৯ যুবকের
এক চাকরী প্রার্থী জানান, “মালদা জেলায় ভালো মক টেস্ট করানোর মতো কোচিং সেন্টার নেই। ফলে অনেকের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হচ্ছিল না। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এমন ব্যবস্থা করে দেওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে।”

উল্লেখ্য, পুলিশ দেখলেই এড়িয়ে চলেন সাধারণ মানুষ। কিন্তু পুলিশও এখন নানান সামাজিক কার্যকলাপে নিজেদের যুক্ত করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলেছে। পুলিশ আধিকারিকের এই ভূমিকার অনেকেই প্রশংসা করেছেন

Malda School Attack : ‘রোখ চেপে, টার্গেট তখন একটাই!’ মুখ খুললেন মালদায় ৭০ শিশুর প্রাণরক্ষার নায়ক
অনেকের পুলিশ সম্পর্কে ধারণাও বদলেছে। কেউ কেউ বলছেন, সমাজের কল্যাণের জন্য অন্য পুলিশ আধিকারিকেরাও এভাবে এগিয়ে এলে অনেক সমস্যার সহজেই সমাধান হত। এমনকী সমাজের আমূল পরিবর্তনও হতে পারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *