Abhishek Banerjee Attacks Suvendu Adhikari and PM Narendra Modi


”ও তৃণমূলের লক্ষ্মী”, নাম না নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এইভাবেই সম্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে উত্তরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সোমবার করনদিঘি হাইস্কুল ময়দানের জনসভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে তৃণমূল সাংসদ বলেন, “ও তৃণমূলের লক্ষ্মী ও যত বিজেপিতে থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল। ও ঢোকাতে রাহু আর কেতু এই দুটো দশাও সম্মিলিত হয়েছে।”উল্লেখ্য, তৃণমূলের জন সংযোগ কর্মসূচি নিয়ে প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই জন সংযোগ কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, দলীয় কর্মসূচির নিরাপত্তায় রাজ্য পুলিশকে মোতায়েন করা হচ্ছে। এর ফলে রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। সেই নিয়ে আশঙ্কার কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিটি টুইটও করেছেন বিরোধী দল নেতা। সেই নিয়ে প্রশ্ন শুনেই এই মন্তব্য অভিষেকের।

Abhishek Banerjee : মমতা-জনতার মধ্যে দেওয়াল ভাঙার বার্তা

তৃণমূলের জনসংযোগ কর্মসূচির সপ্তম দিনে উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করণদিঘির সভা দিয়ে শুরু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তৃণমূলের নবজোয়ার-এর এদিনের কর্মসূচি। এদিন করণদিঘির মঞ্চ থেকে আগাগোড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন কেন্দ্রের মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’-কে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কী বাত’-এর ১০০ এপিসোড নাকি পার করেছেন, এদিকে বাংলার ১০০ দিনের একটা টাকাও ছাড়েনি। গোটা দেশের মানুষের পেটে ভাত, রুটি জুটছে না আর উনি মন কী বাত করছেন। ১০০ তম পর্ব করেও বাংলা নিয়ে একটা শব্দও মুখ থেকে বেরোয়নি। গত ৯ বছরে বাংলা নিয়ে একটাও পর্যালোচনা মিটিং করেনি। অথচ এরাজ্য থেকে তো কেন্দ্রীয় মন্ত্রকেও লোক নির্বাচিত হয়েছে। তাও কিছুই পায়নি বাংলা।” একইসঙ্গে তিনি বলেন, “রায়গঞ্জ, চোপড়ায় তো বিজেপি জিতেছে। আপনারাই বলুন তো কোনও অতিরিক্ত কাজ এখানে হয়েছে?”

Sukanta Majumdar : কালিয়াগঞ্জে BJP কর্মী মৃত্যুর ঘটনায় সরব সুকান্ত, বৃহত্তর আন্দোলনের ডাক

এদিন করনদিঘি হাইস্কুল ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জনসভা শেষ করে রায়গঞ্জের শীতগ্রাম অঞ্চলের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে তেঁতুলতলা এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী কালু বর্মনের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হালকা টিফিন করেন তৃণমূল সাংসদ। কাজু,কিশমিশ,দুধের ঘোল এবং জল খেয়ে বিশ্রাম নেন। এরপর চা পান করে কর্ণজোড়ায় অবস্থিত স্পোর্টস কমপ্লেক্সের মাঠের উদ্দেশ্যে রওনা দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *