DA Latest News : DA-র দাবিতে মিছিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কো-অর্ডিনেশন কমিটি , মামলা দায়েরের অনুমতি বিচারপতির – calcutta high court allows da protesters to file plea regarding permission of rally on 6 may


এবার হাজরায় মিছিলের ডাক দিলেন DA আন্দোলনকারীরা। আগামী ৬ মে হাজরায় মহামিছিল করবেন আন্দোলনকারীরা। তবে তাঁদের এই মিছিলের অনুমতি মেলেনি পুলিশের তরফে। অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কো-অর্ডিনেশন কমিটি এবং কর্মচারী সংগঠন। এই মর্মে তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা আদালতে।

DA Protest : বদলি নিয়ে কোর্টের পথে ডিএ-র আন্দোলনকারীরা
বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে রাজ্য সরকারি কর্মীদের। লাগাতার নানা কর্মসূচি চালাচ্ছেন তারা। কখনও রাজ্যজুড়ে কর্মবিরতি, কখনও মিছিল। এমনকী দিল্লিতেও বিক্ষোভ প্রদর্শন করেছেন সরকারি কর্মচারিরা। DA পেতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু, তাতেও চিঁড়ে ভেজেনি। এবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাজরায় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু, সেই মর্মে পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছে কো-অর্ডিনেশন কমিটি এবং কর্মচারী সংগঠন।

DA Case : DA মামলায় আজই সুপ্রিম শুনানি! জয় নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা
তিনটি দাবিকে সামনে রেখে মূলত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেগুলি হল, AICPI অনুযায়ী সকল বকেয়া DA প্রদান। সরকারি প্রতিষ্ঠানেপ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এবং যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ। শহিদ মিনার ময়দানে অবস্থানের প্রায় ১০০ দিন সম্পন্ন হতে যায়। আর সেই কারণেই তাদের এই মহামিছিলের ডাক বলে জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।

DA News: ফের সুপ্রিম কোর্টে পিছল DA মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?
আগামী ৬ মে হাজরা মোড়ে জমায়েত করে এই মিছিল হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারিরা। বেলা ১২টা নাগাদ শুরু হওয়ার কথা মিছিলের। তবে এখনও পুলিশি অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কো-অর্ডিনেশন কমিটি এবং সরকারি কর্মচারি সংগঠন।

Kaliyaganj News : কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু: CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, “যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সভামঞ্চ থেকে বলেছিলেন যে কেউ যে কোনও স্থানে মিছিল করতে পারেন। এটা গণতান্ত্রিক অধিকার। তাই আমরাও ৬ তারিখের মহামিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিট দিয়েই নিয়ে যাব।” পুলিশ আটকালে কী করবেন?

অন্যদিকে, বকেয়া মহার্ঘ ভাতা ও সরকারি শূন্য পদ পূরণের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সামিল হতেই বদলি পর্ব শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ছ’জন কর্মীকে ‘ডিটেলমেন্ট’-এর নামে প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে।

Rahul Gandhi : জেলার সাজার রায়ের বিরুদ্ধে এবার গুজরাট হাইকোর্টে রাহুল, কবে শুনানি?
মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্য সরকার কর্মচারীদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে বদলির নামে দমনপীড়ন নীতি অবলম্বন করেছে। ফলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া পথ নেই। ৬ মে মিছিল থেকে পরবর্তী ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *