DA Protest : বদলি নিয়ে কোর্টের পথে ডিএ-র আন্দোলনকারীরা – da agitators going to calcutta high court for their transfer issue


এই সময়: বকেয়া মহার্ঘভাতা ও সরকারি শূন্য পদ পূরণের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সামিল হতেই বদলি পর্ব শুরু হয়েছে বলে অভিযোগ উঠল। ইতিমধ্যেই ছ’জন কর্মীকে ‘ডিটেলমেন্ট’-এর নামে প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। বদলি শুরু হয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও। সংগ্রামী যৌথ মঞ্চ এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে।

DA Case : DA মামলায় আজই সুপ্রিম শুনানি! জয় নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা
মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘রাজ্য সরকার কর্মচারীদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে বদলির নামে দমনপীড়ন নীতি অবলম্বন করেছে। ফলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া পথ নেই। আগামী ৬ মে মঞ্চ মহামিছিলের ডাক দিয়েছে। সে দিনই মিছিল থেকে পরবর্তী ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হবে।’

DA News: ফের সুপ্রিম কোর্টে পিছল DA মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?
ডিএ আদায়ের দাবিতে ধর্মতলার ধর্না মঞ্চ ও কর্মবিরতীতে অংশ নেওয়ায় চারশোর বেশি শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়েছে বলে অভিযোগ। ভাস্করের কথায়, ‘সরকারি উৎসশ্রী পোর্টালের হাত ধরে যাঁরা সদ্য বাড়ির কাছে স্কুলে বদলি হয়েছেন, তাঁরাও রেহাই পাননি। প্রত্যন্ত এলাকার স্কুলে বদলি করা হচ্ছে।

Recruitment Scam : শীর্ষ কোর্টের বক্তব্যের পর কর্মহারাদের ফেরাতে চাপ
ডিটেলমেন্টের নামে কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছে।’ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় ইউনিয়নের (নবপর্যায়) নেতা শ্রীবাস তিওয়ারি বলেন, ‘খাদ্য দপ্তর থেকে কুড়ি জন আন্দোলনকারীকে বিভিন্ন জেলায় বদলির তালিকা তৈরি হয়েছে। ইতিম্যেই আপার ডিভিশন ক্লার্ক দেবু সিংহক আসানসোলে বদলি নোটিস ধরানো হয়েছে।

Calcutta High Court : স্কুল আছে, ছাত্রছাত্রী আছে, পরীক্ষার আগে শিক্ষক কই!
খাদ্য দপ্তরের হেড অ্যাসিস্ট্যান্ট সৌমেন্দ্রনারায়ণ বসুকে পুরুলিয়া বদলি করার কথা মৌখিক ভাবে দপ্তর থেকে জানিয়েছে।’ নবান্ন কর্তাদের বক্তব্য, রাজ্য সরকারের যে কোনও স্তরের যে কোনও কর্মচারীকে চাইলেই বদলি করতে পারে। এটা রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলেই রয়েছে। তার জন্য সুনির্দিষ্ট কারণ দেখানো হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *