Local Train: কালিয়া থেকে চিংড়ি, দই-মিষ্টি সহ ১৪ পদ সাজিয়ে লোকাল ট্রেনে আইবুড়ো ভাত সহযাত্রীর – local train co passengers arrange aiburo bhat wedding special lunch for would be groom good news


হবু বরের আইবুড়ো ভাত হল লোকাল ট্রেনে! রীতিমতো থালা পেতে ১৪ পদ সাজিয়ে সহযাত্রীর আইবুড়ো ভাতের আয়োজন ট্রেনের পুরুষ সহযাত্রীদের। সেই ভিডিয়োই ভাইরাল সোশাল মিডিয়ায়। 37322 ডাউন তারকেশ্বর হাওড়া লোকালে ঘটল এমনই অভাবনীয় ঘটনা। সহযাত্রী রাজেশ দলুইয়ের বিয়ে উপলক্ষে তাঁকে ট্রেনেই এলাহি মেনু সহযোগে আইবুড়ো ভাত খাওয়ালেন পুরুষ সহযাত্রীরা।Viral News: নোংরা পুকুরেই দেদার প্রি-ওয়েডিং ফটোশ্যুট! হবু বর-কনেদের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার

জানা গিয়েছে, জন্মসূত্রে তারকেশ্বরের চাঁপাডাঙ্গার বাসিন্দা হলেও, শিক্ষা ও কর্মসূত্রে কলকাতা যাতায়াত করতে হয় রাজেশ দলুইকে। আর সেই সূত্রেই আলাপ হয় 37322 ডাউন তারকেশ্বর হাওড়া লোকালের চার নম্বর কম্পার্টমেন্টের বেশ কিছু সহযাত্রীদের সঙ্গে। একসঙ্গে যাতায়াত করতে করতে তারাই এখন তাঁর কাছে যৌথ পরিবারের মতোই। তাই পরিবারের মতোই বিয়ের আগে হবু বরের জন্য আইবুড়ো ভাতের আয়োজন বাকি সদস্যদের। ব্যস্ততার মাঝে দেখা এই ট্রেন সফরে। তাই আন্তরিকতার ছোঁয়ায় ভিড়ে ঠাসা ট্রেন কম্পার্টমেন্টেই হল হবু বরের আইবুড়ো ভাতের অনুষ্ঠান।

Viral Video: ডায়পার পরে রেললাইনে উদ্দাম নাচ! ভিডিয়ো করে পুলিশি গেরোয় স্যান্ডি সাহা

বিজয়া দশমী হোক বা নববর্ষ। রোজ ১০-৭টা ডিউটির মাঝে এই ট্রেন কম্পার্টমেন্টের দুলকি চালেই চলে বারো মাসে ১৩ পার্বণের উদযাপন। এমনকি অনেক সময় কোনও কারণ ছাড়াই চলতে থাকে খাওয়া দাওয়া। আর বাঙালি মানেই ভুরিভোজ। কিছুদিন আগেই রাজেশের সহযাত্রীরা জানতে পারে আগামী পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবসের দিন চার হাত এক হতে চলেছে রাজেশের। ব্যাস যেমনি শোনা তেমনি কাজ । সহপাঠীর বিয়ে শুনেই ট্রেনের সহপাঠীরা তার আইবুড়ো ভাতের আয়োজন করেছিল ট্রেনের মধ্যেই। এসবেরই আয়োজন করে অরূপ, দেবু, রঞ্জন, পাপ্পু, রিন্টু, মিলন, দীপক, কমল সহ অনেকে।

Purulia Railway Station : পুরুলিয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন যুবক, তারপর…দেখুন ভি়ডিয়ো

ছোটবেলায় যেমন বন্ধুরা মিলে পিকনিক করলে সবাইকে নুন, পিয়াঁজ, চালের দায়িত্ব ভাগ করে নিতে হত এখানেও তাই হল। কেউ আনলো ভাত, তো কেউ আনল মাছ,আবার কেউ দায়িত্ব নিল পায়েস, মিষ্টির। বাদ পড়েনি কিছুই। কী ছিল না সেই মেনুতে, ভাত থেকে শুরু করে লেবু, লঙ্কা, শসা, এঁচোড় চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, সন্দেশ, পায়েশ, দই, ঠান্ডা পানীয় সহ বিভিন্ন রকমের পদ। আর সেই খাবার মহা আনন্দে কব্জি ডুবিয়ে খেলেন হবু বর। আর এই দৃশ্যের সাক্ষী থাকল গোটা ট্রেন কম্পার্টমেন্ট। । আর এই ভিডিয়ো গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অর্ণব গোস্বামী। তারপরেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। সব শেষে একটাই কথা। আগামী ১৭ই বৈশাখ অর্থাৎ 1st May রাজেশ চার হাত এক হচ্ছে জামালপুরের এক কন্যের সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *