Murshidabad News : ‘পবিত্র পানি’! মুর্শিদাবাদে ৬ মাসের শিশুকে ব্রিজ থেকে গঙ্গার জলে ফেলল মা – woman threws her child to river from bridge in murshidabad area


পারিবারিক অশান্তির জেরে মাস ছয়েকের দুধের শিশুকে ব্রিজ থেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে এই ঘটনাটি ঘটেছে। উপর থেকেই কোলের শিশুকে গঙ্গায় ছুড়ে ফেলে দেন শিশুর মা। স্থানীয় কয়েকজন যুবকের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি। তাঁর মাথায় সামান্য আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তাঁরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই শিশুর মাকে আটক করেছে পুলিশ।

Behala : সাঁতার জেনেও ডুবে মৃত্যু! বেহালার ছাত্রের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুর অভিযুক্ত মায়ের নাম রোকেয়া বিবি। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়ায় বলে জানা গিয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলেই পুলিশের অনুমান। তবুও কেন ওই শিশুকে ফেলে দেওয়া হল, তাঁর তদন্ত করেছেন পুলিশ আধিকারিকরা। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। শিশুটির পরিবারে আর কেউ রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সাহেববাজারে বাসিন্দা রাজকুমার মাহাতো বলেন, “আমি ঘুম থেকে উঠে গঙ্গার ধারে মন্দিরে এসেছিলাম। মন্দির পরিষ্কার করার পর আমরা বন্ধুরা মিলে গল্প করছিলাম। হঠাৎ করেই দেখি ব্রিজের উপর থেকে ভারী একটা কিছু জলে পড়ল। প্রথমে ভেবেছিলাম বস্তা ফেলা হয়েছে। কয়েক সেকেন্ড পরেই দেখি একটা বাচ্চা জলে ভাসছে। আমরা সবাই চমকে গিয়েছিলাম। সবাই মিলে আমরা তখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতরে বাচ্চাটিকে বাঁচাই।”

Viral News: একই শিশুর শরীরে দু’টি পুরুষাঙ্গ, নেই কোনও মলদ্বার! দেখে হতবাক চিকিৎসকেরা
তিনি আরও বলেন, “বাচ্চাটিকে বাঁচানোর পর উপরে তাকিয়ে দেখি তাঁর মাও ঝাঁপ দিতে যাচ্ছে। তখনই আমরা চিৎকার করতে থাকি। একজন লোক গিয়ে ওই মহিলাকে ধরে ফেলেন। তারপর বাচ্চাটিকে জল থেকে তুলে উপরে নিয়ে আসা হয়। এখন পুলিশ বাচ্চাটিকে নিয়ে গিয়েছে। কেন বাচ্চাটিকে ফেলা হল এখনও আমরা জানি না।”

Malda School : মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, পণবন্দি করার চেষ্টা! স্কুল ঘিরল পুলিশ
সাংবাদিকদের প্রশ্নের মুখে অসংলগ্ন উত্তর দিয়েছেন শিশুটির মা। পুলিশের জিপে বসে রোকেয়া বিবি নামে ওই মহিলা বলে, ‘পানি পছন্দ হয়েছে আমার। পবিত্র পানি তাই…’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার বাড়িতে দীর্ঘদিন ধরে পারবারিক অশান্তি চলছিল। সেই কারণে শিশুটিকে জলে ফেলা হয়ে থাকতে পারে বলেই মনে করছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *