Purba Bardhaman : ভিন রাজ্যে কাজ করতে থাকা যুবকের প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য – minor boy body recovered from national highway bardhaman


West Bengal News : জাতীয় সড়কের ধার থেকে পলিথিনে মোড়া অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেমারির পালসিট এলাকায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবদাস মান্ডি (১৭)। বাড়ি হুগলির দিগসুই গ্রামে। কর্মসূত্রে দেবদাস মান্ডি গুজরাটের রাজকোট এলাকায় থাকতেন।

Howrah News : শালিমার থেকে উদ্ধার লরি চালকের রক্তাক্ত দেহ, পুলিশের হাতে আটক ১
সেখানেই ফিরোজ নামে এক ব্যক্তির সিটি গোল্ড কারখানায় দেবদাস কাজ করতেন বলে পরিবার জানিয়েছে। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার দেবদাস মান্ডি মারা গিয়েছে বলে তাঁদের ফোন করা হয়। এমনকি দেহ বাড়িতে পাঠানো হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু গত ৩ দিন ধরে দেবদাসের দেহ নিয়ে লুকোচুরি চলতে থাকে।

South 24 Parganas : আমতলা অটোস্ট্যান্ডের কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার , আতঙ্ক এলাকায়
পরিবারের তরফে বারংবার ফোন করে অবস্থান জানতে চাইলে এক এক সময় এক এক জায়গার কথা তাঁদের জানানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর দেবদাসের পরিবার হুগলির মগরা থানার দ্বারস্থ হয়। তারপর থেকেই গুজরাট থেকে আসা গাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Bankura Murder : ত্রিকোণ প্রেমের বলি! ইদের আগে বাঁকুড়ার কিশোরের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে রহস্য
এরপর রবিবার পালসিট এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ধার থেকে পলিথিনে মোড়া অবস্থায় দেবদাস মান্ডির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, দেবদাসকে খুন করা হয়েছে। বারংবার চাওয়া সত্ত্বেও মাসিক মাইনের টাকা দিচ্ছিল না মালিক, জানিয়েছেন দেবদাসের পরিবারের এক সদস্য। গত ৪ মাস ধরে দেবদাস মান্ডিকে কোনও টাকা পয়সা দেওয়া হচ্ছিলো না।

Trinamool Congress : হাঁসখালির পর চন্দ্রকোণায় নৃশংস খুন! তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধার
এমনকি বাড়িতে ফোনও করতে দেওয়া হচ্ছিলো না। দেবদাসকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবারের। কোনও বৈধ কাগজপত্র ছিল না বলেই গুজরাট থেকে আসা গাড়ি দেহ ফেলে চম্পট দিয়েছে বলে পরিবারের অভিযোগ। দেবদাসের পরিবারের এক সদস্য বলেন, “রাজকোটে খুব অসহায় অবস্থার মধ্যে ছিল দেবদাস।

BSF : শীতলকুচি সীমান্তে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার! BSF-র মারে প্রাণ গিয়েছে, দাবি পরিবারের
ওকে ৪ মাস কোনও বেতন দেওয়া হয়নি। অথচ খাটিয়ে যেত। আমাদের সঙ্গে ফোনে যোগাযোগও করতে দিত না। কয়েকদিন আগে হঠাৎ করে মালিকের তরফ থেকে ফোন করে জানানো হয় যে দেবদাস মারা গিয়েছে।

তারপর থেকে মৃতদেহ পাঠানো নিয়ে ওরা যা খুশি তাই করে। আমরা জানি দেবদাসকে খুন করা হয়েছে টাকা চাওয়ার কারণে। উপযুক্ত তদন্ত হোক”। এদিকে, সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *