সোমবার বাঁকুড়ায় বজ্রাঘাতে আহত তৃণমূল কর্মীদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দেবাংশু ভট্টাচার্য, জ্যোৎস্না মান্ডি সহ অনান্যরা। মন্ত্রী আরও বলেন, “বিরোধী দল প্রার্থী না পেয়ে এটা কে ইস্যু করছে। এখানে আমরা অনেক প্রার্থী পাচ্ছি। যাদের প্রার্থী নেই তাদের এই বিষয়ে কোনও মন্তব্য করার জায়গা থাকে না”।
বিধায়ক করিম চৌধুরী দলের প্রতি বারবার বেসুরো হচ্ছেন কেন এই প্রশ্ন করা হলে শশী পাঁজা বলেন, “তিনি একজন বর্ষীয়ান নেতা, সিনিয়র। মুখ্যমন্ত্রীকে তাঁর যা কথা আছে, তিনি বলবেন। সবটাই স্বচ্ছভাবে হচ্ছে। সবারই মতামত সংগ্রহ করা হবে”। মালদায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক তৃণমূল নেতা কর্মী আজ কংগ্রেসে যোগদান করেছেন।
তাঁদের অভিযোগ, অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দেখা করতে পারেননি। অভিযোগ জানাতে পারছেন না। এই বিষয়ে শশী পাঁজা বলেন, “আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম এটা। সব তো আমার জানা নেই। তাঁরা নিজেরা স্থির করুন। তাঁরা যেখানে ভালো থাকবেন সেটা করুন।
এতে দলের কাজ ব্যাহত হবে না। যে সমস্ত কর্মসূচি হচ্ছে সেটা মানুষের উদ্দেশেই করা হচ্ছে”। সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৪০টা সিট পাবে। এই নিয়ে শশী পাঁজা বলেন, “বিরোধীরা অনেক নেগেটিভ ক্যাম্পেন করেন।
আর যত নেগেটিভ করছেন ততই আমাদের আসন বাড়ছে”। উল্লেখ্য, তৃণমূলের সভায় গিয়ে বজ্রঘাতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। এদিন তাঁর বাড়িতে গিয়ে সরকারি ক্ষতিপূরন ও দলের তরফ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী শশী পাঁজা।