Shashi Panja : ‘প্রার্থী না পেয়ে ইস্যু বানাচ্ছে…’, ‘নবজোয়ার কর্মসূচি’তে বিশৃঙ্খলা প্রসঙ্গে BJP-কে কটাক্ষ মন্ত্রীর – minister shashi panja comments about chaos situation in abhishek banerjee naba joar campaign


Bankura News : তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার কর্মসূচি’তে বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা। তিনি বলেন, “আমাদের দল অনেক বড় এবং এই প্রথম এক কর্মসূচির মাধ্যমে মানুষকে বলা হচ্ছে যে তাঁরা কাকে প্রার্থী করতে চাইছেন সেটা তাঁরা নিজেরাই চয়ন করবে। এই নিয়ে মানুষের মধ্যে খুব উৎসাহ রয়েছে যে কাকে প্রার্থী করব। আর কিছুজনের মধ্যে প্রচণ্ড কৌতুহল কিভাবে কী হচ্ছে তার বৃত্তান্ত একটু বুঝে নেওয়ার জন্য। আর কয়েকজন থাকে তাঁরা মনে করে যে তাঁর যাকে পছন্দ নয় সেই ব্যক্তির নাম যেন না থাকে। যদিও আমরা এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই”।

Soumendu Adhikari Shashi Panja : শশী পাঁজাকে আইনি নোটিস সৌমেন্দুর
সোমবার বাঁকুড়ায় বজ্রাঘাতে আহত তৃণমূল কর্মীদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দেবাংশু ভট্টাচার্য, জ্যোৎস্না মান্ডি সহ অনান্যরা। মন্ত্রী আরও বলেন, “বিরোধী দল প্রার্থী না পেয়ে এটা কে ইস্যু করছে। এখানে আমরা অনেক প্রার্থী পাচ্ছি। যাদের প্রার্থী নেই তাদের এই বিষয়ে কোনও মন্তব্য করার জায়গা থাকে না”।

Shashi Panja : ‘…যত দুর্নীতি শুভেন্দু থাকাকালীনই’, তোপ শশী পাঁজার
বিধায়ক করিম চৌধুরী দলের প্রতি বারবার বেসুরো হচ্ছেন কেন এই প্রশ্ন করা হলে শশী পাঁজা বলেন, “তিনি একজন বর্ষীয়ান নেতা, সিনিয়র। মুখ্যমন্ত্রীকে তাঁর যা কথা আছে, তিনি বলবেন। সবটাই স্বচ্ছভাবে হচ্ছে। সবারই মতামত সংগ্রহ করা হবে”। মালদায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক তৃণমূল নেতা কর্মী আজ কংগ্রেসে যোগদান করেছেন।

Abhishek Banerjee : অভিষেক বেরিয়ে যেতেই ভোটদান পর্ব ঘিরে বিশৃঙ্খলা রায়গঞ্জে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
তাঁদের অভিযোগ, অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দেখা করতে পারেননি। অভিযোগ জানাতে পারছেন না। এই বিষয়ে শশী পাঁজা বলেন, “আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম এটা। সব তো আমার জানা নেই। তাঁরা নিজেরা স্থির করুন। তাঁরা যেখানে ভালো থাকবেন সেটা করুন।

Cooch Behar News : তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ব্যালট বাক্স তদারকিতে পুলিশ! কটাক্ষ বিরোধীদের
এতে দলের কাজ ব্যাহত হবে না। যে সমস্ত কর্মসূচি হচ্ছে সেটা মানুষের উদ্দেশেই করা হচ্ছে”। সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৪০টা সিট পাবে। এই নিয়ে শশী পাঁজা বলেন, “বিরোধীরা অনেক নেগেটিভ ক্যাম্পেন করেন।

আর যত নেগেটিভ করছেন ততই আমাদের আসন বাড়ছে”। উল্লেখ্য, তৃণমূলের সভায় গিয়ে বজ্রঘাতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। এদিন তাঁর বাড়িতে গিয়ে সরকারি ক্ষতিপূরন ও দলের তরফ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী শশী পাঁজা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *