Spider New Species : খোঁজ মিলল নয়া মাকড়সা ফিনটেলা ধৃতির – two more of fintella spider species were found


কুবলয় বন্দ্যোপাধ্যায়
জাল বিছিয়ে তাতে শিকারকে জড়িয়ে একটু একটু করে খতম করে দেওয়া নয়। তার প্রজাতির আর পাঁচ জন যা করে থাকে, সেই পথে সে হাঁটে না মোটেই। চুপচাপ শিকারের উপরে বেশ কিছুক্ষণ নজর রেখে তারপর একেবারে বাঘের মতো লাফ! খেল খতম… মাকড়সা বিশেষজ্ঞদের কাছে ‘জাম্পিং স্পাইডার’ বা লাফানো মাকড়সা বরাবরই কৌতূহলের বিষয়।

Pakistan: নিষিদ্ধ ভায়াগ্রা, বিছানায় ‘টাট্টু ঘোড়া’ হতে টিকটিকির তেল ঘষছেন পাক পুরুষরা!
এত দিন পর্যন্ত পৃথিবীতে এই প্রজাতির ৫৯ রকমের মাকড়সার খবর ছিল প্রাণিবিজ্ঞানীদের কাছে। কলকাতায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরের অ্যারাকনোলজি বা মাকড়সা বিষয়ক গবেষকদের সৌজন্যে সেই তালিকায় যোগ হলো আরও দু’টি নাম। অতি সম্প্রতি কর্নাটকের মুকাম্বিকা অভয়ারণ্য এবং তামিলনাডুর সালেম জেলা থেকে কলকাতার গবেষকরা সন্ধান পেলেন লাফানো মাকড়সার ফিনটেলা প্রজাতির আরও দু’টি নমুনার। এর মধ্যে একটির নামকরণ হয়েছে সংস্থার প্রথম মহিলা অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নামে।

Dum Dum Park : সবুজ ফেরাতে জীববৈচিত্র্য উদ্যান দমদম পার্ক-বাঙুরে
বিজ্ঞানীরা জানাচ্ছেন, জাম্পিং স্পাইডার শরীরের দৈর্ঘ্যের প্রায় ৫০ গুণ পর্যন্ত এক লাফে পার করতে পারে। অথচ পায়ের পেশি যে লম্বা লাফ দেওয়ার পক্ষে মজবুত, এমনও নয়। তা হলে এমন লম্বা লাফের নেপথ্য রহস্য কী? গবেষণায় জানা গিয়েছে, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে তারই সাহায্যে লাফ মেরে শিকার ধরে লাফানো মাকড়সার দল। এর মধ্যে ফিনটেলা প্রজাতির লাফানো মাকড়সার অন্তত ১২টি প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে ভারতে। সেই সংখ্যাই নতুন বছরে বেড়ে পৌঁছল ১৪-য়।

Pyramid: গিজার পিরামিডে রহস্যময় বারান্দা! ওপারে লুকিয়ে গুপ্তধন?
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতার অ্যারাকনিডা বা মাকড়সা সংক্রান্ত গবেষণা বিভাগের প্রধান সৌভিক সেন এবং বর্ষীয়ান বিজ্ঞানী সুধীন পিপি দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় নতুন প্রজাতির উপস্থিতি নিয়ে গবেষণা করছিলেন। দলে ছিলেন চেন্নাইয়ের গবেষক জন টিডি কালেবও। অনুসন্ধান চালানোর সময়ে ছোট এবং মাঝারি মাপের দু’টি আলাদা প্রজাতির লাফানো মাকড়সার সন্ধান পাওয়া যায়। গবেষকরা জানাচ্ছেন, ‘ফিনটেলা গণের অন্তর্গত এই দুই প্রজাতির মাকড়সার দেহ বিশেষ এক ধরনের আঁশ দিয়ে ঢাকা।

Water on Mars : ​মঙ্গলের রয়েছে জলের অস্তিত্ব! রিপোর্টে জানাল চিনের রোবট
এদের মাথা কিছুটা গোলাকার বা ডিম্বাকৃতি। পেট ডিম্বাকার বা লম্বাটে। দেহের রং ফ্যাকাশে, তবে পিছন দিক গাঢ় দাগ যুক্ত। এরা সাধারণত ঝোপঝাড়, ঘাস ও গাছের বাকলের নীচে বসবাস করে।’ নতুন এই দুই মাকড়সার প্রজাতির আবিষ্কার সংক্রান্ত গবেষণাপত্রটি গত ২৮ মার্চ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা ‘আর্থ্রোপোডা সিলেক্টা’-তে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

Wild Animals: খরগোশ থেকে লাভ বার্ড, আইন অনুযায়ী কোন কোন পশু-পাখি-মাছ বাড়িতে রাখলে জেল হতে পারে?
নতুন দু’টি প্রজাতির মধ্যে একটির নামকরণের সময়ে গবেষকরা জেডএসআই-এর প্রথম মহিলা অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী নামকরণ করা হয় ফিনটেলা ধৃতি। অন্য প্রজাতির নাম রাখা হয়েছে প্রখ্যাত মাকড়সা গবেষক নরম্যান প্ল্যাটনিকের নাম অনুযায়ী ফিনটেলা প্ল্যাটনিকি। কলকাতার ওই গবেষক দল এই বছরে এখনও পর্যন্ত চারটি নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছেন। পশ্চিমঘাট পর্বতমালা থেকে বছরের শুরুতেই তাঁরা অন্য প্রজাতির দু’ধরনের মাকড়সার খোঁজ পান।

সংস্থার বিজ্ঞানীদের সাফল্যে উচ্ছ্বসিত জেডএসআই অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার এমন আবহে নতুন প্রজাতির কোনও প্রাণীর খোঁজ পাওয়া সব সময়েই আমাদের উৎসাহ দেয়। আগামী দিনে আমাদের বিজ্ঞানীরা এমন অনুসন্ধান চালিয়ে যাবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *