Sukanya Mondal: জেলের চার দেওয়ালে বন্দি একাকী সুকন্যা, কোন দুটি বই পড়তে চাইলেন কেষ্ট-কন্যা? – sukanya mondal express some special demand to tihar jail authority


গোরু পাচার মামলায় ইডি-এর হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আদালতের নির্দেশে ১২ মে অবধি জেল হেফাজতে কেষ্ট কন্যা। গত বছর অগাস্ট মাসে বাবা অনুব্রত মণ্ডলকে গোরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করার পর থেকে বোলপুরের বাড়িতে একাই ছিলেন সুকন্যা। পাশে ছিলেন শুধু কাছের বন্ধু। কিন্তু, তিহাড়ের আকাশ সমান উঁচু পাঁচিলের ঘেরাটোপে ছিন্ন সে বান্ধবী সঙ্গও। একাকীত্ব কাটাতে আশ্রয় খুঁজছেন কেষ্ট কন্যা।Anubrata Mondal : মানতে হবে তিহাড় জেলের এই শর্ত, কী উপায়ে বাবার সঙ্গে দেখা হতে পারে সুকন্যার?

জানা গিয়েছে, ইডি জেরায় কান্না ভেঙে পড়েন সুকন্যা। আদালতের নির্দেশে এখন বাবার মতো কুখ্যাত তিহাড় জেলই ঠিকানা কেষ্ট কন্যার। বান্ধবীর এই কঠিন সময়ে হাজির প্রিয় বন্ধু সুতপা পালও। বোলপুর থেকে দিল্লিতে অসুস্থতা নিয়েও ছুটে গিয়েছেন তিনি কিন্তু এখনও দেখা করার অনুমতি মেলেনি। তিহাড়ের ৬ নম্বর মহিলা সেলে রয়েছেন সুকন্যা। একই ব্লকের পুরুষদের সাত নম্বর সেলেই বাবা অনুব্রত মণ্ডল। তবু মুখোমুখি দেখা হওয়ায় উপায় নেই।

Anubrata Mondal Sukanya Mondal: ‘অন্যায় হয়েছে…’, মেয়ে সুকন্যার গ্রেফতারির পর মুখ খুললেন অনুব্রত

জেল হেফাজতে থাকাকালীন প্রতিদিন দশ মিনিট করে বাবা এবং বান্ধবীর সঙ্গে অন্তত ফোনে কথা বলার কথা অনুমতি চেয়েছেন সুকন্যা। এছাড়াও তিনি ধর্মচর্চায় দুটি বই চেয়েছেন বলে খবর। সুকন্যা মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, ‘শ্রীশ্রী মায়ের কথা (অখণ্ড)’ এবং স্বামী বিবেকানন্দর ‘পত্রাবলী’ বইদু’টি চেয়েছেন সুকন্যা। জেল কর্তৃপক্ষ অনুমতি দিলে বই দুটি পৌঁছে দেওয়া হবে তাঁর কাছে।

Sukanya Mondal Anubrata Mondal: কোটি কোটি টাকার সম্পত্তি সুকন্যার, সরকারি নথিতে মিলল প্রমাণ

ইডির জেরার মুখে কান্নায় ভেঙে পড়েছিলেন কেষ্ট কন্যা। বার বার জানিয়েছেন, তিনি কিছুই জানেন না। যা হয়েছে সব কিছু জানেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল ও হিসাব রক্ষক মণীশ কোঠারি জানেন। যদিও ইডির দাবি, গোরু পাচারের ঘটনায় সক্রিয়ভাবে জড়িয়েছিলেন সুকন্যা। তাঁর বিপুর সম্পত্তি ও হিসাব বহির্ভূত আয়ের উৎস গোরু পাচার বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানিয়েছে ইডি।

অন্যদিকে, এদিন সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বাবা অনুব্রত মণ্ডল। এদিন কোর্টে পেশ করার সময় তিনি বলেন, ”মেয়ের গ্রেফতারি ঠিক নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *