TMC Joins Congress : মালদায় শাসকদলে ভাঙন অব্যাহত, ফের তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান কয়েক হাজার কর্মীর – malda trinamool congress members join congress


West Bengal News : মালদার চাঁচলের পর এবার রতুয়াতেও শাসক শিবিরে ভাঙন ধরল। এবার কংগ্রেসে যোগ দিলেন ব্লক তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান মহম্মদ হেসামুদ্দিন। দীর্ঘদিনের পোড় খাওয়া এই নেতা হেসামুদ্দিন আগে কংগ্রেসেই ছিলেন। রতুয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। পরে তৃণমূলে যোগ দেন। তার স্ত্রী বর্তমানে রতুয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি। তার সঙ্গে ব্লকের ১০টি অঞ্চলের কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। রতুয়ার সামসি-ভগবানপুরে ওই সভা হয়।

TMC Group Conflict : বিধায়কের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতা’-র অভিযোগ, শাসক দলে গোষ্ঠী কোন্দল অব্যাহত বাঁকুড়ায়
হাজির ছিলেন মালতীপুর ও হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনি জুলকারনাইন, মোস্তাক আলম, প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী প্রমুখ। গতবারের পঞ্চায়েত ভোটের পর মালদাতে মাটি হারায় কংগ্রেস। সম্প্রতি সাগরদিঘি বিধানসভার ফলে উচ্ছ্বসিত হয়ে হারানো মাটি ফিরে পেতে মাঠে নেমেছে কংগ্রেস।

Abhishek Banerjee : অভিষেকের ‘নবজোয়ার’-এর আগেই বড় ধাক্কা! মেখলিগঞ্জে তৃণমূল ছেড়ে BJP-তে হাজার কর্মী
সম্প্রতি চাঁচল-২ ব্লকেও একাধিক তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগ দেন। জেলা কংগ্রেসের তরফে যোগদান কর্মসূচি চলছে। দাপুটে নেতা হেসামুদ্দিনের পাশাপাশি তৃণমূলের একাংশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরোধ প্রকাশ্যে চলে আসে।

Bankura TMC : সহ সভাপতির বিরুদ্ধে পালটা সভা বিধায়কের, বড়জোড়ায় তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
সমরকে মামা বলেন আব্দুর। তৃণমূলে থাকার সময়েই ‘মামা-ভাগনে’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্য সভা থেকেই তাঁদের নিশানা করেন হেসামুদ্দিন। এরপর জেলা বা ব্লক কমিটির নতুন তালিকায় ঠাঁই হয়নি হেসামুদ্দিনের। এদিন হেসামুদ্দিন কংগ্রেসে ফিরলেও স্ত্রী আলতাফুন নিশার অবস্থান নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

Panchayat Election : পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার আগেই তৃণমূলের প্রার্থী তালিকা ভাইরাল! বিতর্ক চোপড়ায়
যদিও স্ত্রীর হয়ে তিনিই কার্যত দল, পঞ্চায়েত সমিতি চালান বলে কানাঘুঁষো রয়েছে। ফলে আলতাফুন কি করবেন, তাতে গুরুত্ব দিতে রাজি নয় কংগ্রেস। হেসামুদ্দিন এদিনও বলেন, “মামা-ভাগনে মিলে জেলাকে শেষ করে দিয়েছে। তাঁদের উৎখাত করে জেলাকে রক্ষা করাই এখন একমাত্র লক্ষ্য।

Trinamool Congress : জনসংযোগ যাত্রার শুরুতেই ধাক্কা! পটাশপুরে দল বেঁধে পদ থেকে ইস্তফা ৩০ তৃণমূল নেতার
টাকার বিনিময়ে তাঁরা পদ বিক্রি করে। এমনকি প্রার্থীও বিক্রি হচ্ছে”। এদিকে, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “রাস্তাঘাটে-হাটেবাজারে বিভিন্ন ভাবে অভিনয় করে মানুষ ওষুধ বিক্রি করে। কিন্তু সুপারস্টার সলমন খান ও অমিতাভ বচ্চন হওয়া যায় না। তারা হাটে ওষুধ বিক্রিকে সুপারস্টারের সঙ্গে তুলনা করছে।

Abhishek Banerjee : অভিষেকের সভার মাঝেই পকেটমারির শিকার খোদ TMC বিধায়ক! শোরগোল
দলে থেকে অনেকদিন ধরেই হেসামুদ্দিন দলবিরোধী কাজ করছিলেন। উনি যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না। তবে হাজার হাজার নয়, দুই থেকে তিনজন কংগ্রেসে গিয়েছে”। যদিও তৃণমূলের অভ্যন্তরের খবর, জেলায় পরপর এই ভাঙনকে মোটেও ভালো চোখে দেখছে না দলের শীর্ষ নেতৃত্ব। চিন্তা বাড়ছে তাঁদের। এদিকে, এই যোগদানকে কটাক্ষ করেছে BJP।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *