TMC Party Office : রাতের অন্ধকারে পুড়ল তৃণমূলের পার্টি অফিস – the party office of trinamool was burnt in bhagwanpur


এই সময়, ভগবানপুর: রাতের অন্ধকারে তৃণমূলের একটি অঞ্চল কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভগবানপুর ২ ব্লকের একতারপুরের ঘটনা। শনিবার রাতে দুষ্কৃতীরা ইটের দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া পার্টি অফিসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তৃণমূল পার্টি অফিসের কাছের একটি নার্সিংহোমের কর্মীরা আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করতে স্থানীয় লোকজন ছুটে এসে জল ঢেলে আগুন নেভান।

Trinamool Congress : জনসংযোগ যাত্রার শুরুতেই ধাক্কা! পটাশপুরে দল বেঁধে পদ থেকে ইস্তফা ৩০ তৃণমূল নেতার
তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির জন্যে বিজেপির লোকজন রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। ভগবানপুর২ ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে। আগুনে পার্টি অফিসের ভেতরে থাকা চেয়ার টেবিল, দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার টিভি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গিয়েছে। রবিবার পুড়ে যাওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে যান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি,পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

West Bengal BJP : বিজেপির কার্যালয় ভোলবদলে হচ্ছে রেস্তরাঁ
জেলা তৃণমূল সভাপতি বলেন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জেতার পর থেকে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি।পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে দমাতে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হল। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এমন ঘটনা। বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয়। ভুপতিনগর থানার ওসি কাজল দত্ত বলেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *