Bankura CPIM TMC : বিধানসভায় সিপিএম ০! কলেজে কেক কেটে ‘শূন্য দিবস’ উদযাপন TMCP-র – tmcp workers celebrated two years of cpim defeat in last assembly election


২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু, জোট বেঁধে লড়াই করে রাজ্যের একটিও আসনে জয়ী হতে পারেনি বাম ও কংগ্রেস। ৩৪ বছর বাংলা শাসন করা পর বিধানসভায় সিপিএম শূন্য হয়ে যাওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে জিতে রাজ্যে বিধানসভায় কংগ্রেস খাতা খুললেও, সিপিএম এখনও শূন্য।CPIM West Bengal : ‘মুরদ থাকলে করুক…’, এক সময়ের লাল দুর্গে দাঁড়িয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ CPIM নেতার
আজ তৃতীয় তৃণমূল সরকারে বর্ষপূর্তি। তা উদযাপন না করে বিধানসভায় সিপিএমের শূন্য হয়ে যাওয়ার দু’বছর পূর্তি সাড়ম্বরে পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া জেলার খ্রিস্টান কলেজে কেক কেটে ‘শূন্য সিপিএম’-র দ্বিতীয় বর্ষপূর্তি পালন করলেন টিএমসিপি কর্মীরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে খাতা খুলতে পারেনি সিপিএম। ২০২১-র ২ মে সেই ঘটনাকে স্মরণ করে রাখতে তৃনমুল ছাত্র পরিষদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বাঁকুড়া খ্রিষ্টান কলেজে কেক কেটে শ্লোগান দিয়ে দিনটিকে উদযাপন করে শাসক দলের ছাত্র সংগঠন।

Mamata Banerjee : ‘দেশে পরিবর্তন হওয়া জরুরি’, সরকারের বর্ষপূর্তিতে বিশেষ বার্তা মমতার
কয়েকমাসের মধ্যে রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির প্রচার পাল্টা প্রচারে ব্যস্ত। বাদ পড়েনি বিভিন্ন রাজনৈতিক দলগুলির ছাত্র সংগঠনও। বাঁকুড়া খ্রিস্টান কলেজ ছাত্র সংসদের অফিসে আজ কেক কেটে রীতিমতো স্লোগান দিয়ে দিনটি পালন করতে দেখে অবাক হয়ে যান কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপকরা। টিএমসিপি কর্মীদের কর্মকাণ্ডে কাউকে মুচকি হাসতেও দেখা যায়।

বাঁকুড়া তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ২০২১ সালের নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল সিপিএম। কিন্তু মানুষ সিপিএমকে শূন্য করে তার জবাব দিয়েছিল। যার জেরে আজও রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েন বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, যে দলের সরকারের গোটা শিক্ষা দফতরই জেলের ঘানি টানছে তাদের এই উদযাপনে কিছু যায় আসেনা।

Siliguri Bar Association Election : শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী কংগ্রেস, ধরাশায়ী TMC-CPIM ‘জোট’
এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু বলেন, “দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন। অন্যদিকে সিপিএম মুখ্যমন্ত্রী ও অন্যান্য দফতরের মন্ত্রীদের নাম ঠিক করে ফেলেছিল। কিন্তু, ফল বেরনোর পর দেখা যায় তাঁরা শূন্য। সেই দিনটি আজ উদযাপন করা হল।”

বাঁকুড়া জেলা এসএফআই সম্পাদক অনির্বাণ গোস্বামী বলেন, “কার শূন্যর দিকে এগোচ্ছে সেটা সবাই জানে। শিক্ষা প্রতিষ্ঠানে কেক কেটে উদযাপন করা হচ্ছে, এদিকে গোটা শিক্ষা দফতর জেলে। তাই এই নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *