Calcutta High Court : ‘এটা কি ছেলেখেলা চলছে?’, আদালতের নির্দেশ না মানায় পুলিশের ‘ঔদ্ধত্বে’ বিরক্ত হাইকোর্ট – calcutta high court observed west bengal police is not obeying civil court orders


পুলিশের সিভিল কোর্টের নির্দেশ না মানার প্রবণতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা লিখিত পর্যবেক্ষণে জানিয়েছেন, এমন চলতে থাকলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে আদালত।

মঙ্গলবার রাজ্য পুলিশের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। লিখিত পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা বিচার দেওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা। পুলিশের এই ঔদ্ধত্য যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, এদিন তা স্পষ্ট করে জানিয়েছে আদালত।

Lalon Sheikh Murder : লালন মৃত্যু মামলায় রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের, SIT গঠনের নির্দেশ
আদালতের নির্দেশ, রাজ্য পুলিশের ডিজিকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে। এর পাশাপাশি প্রত্যেক জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে সতর্ক করতে হবে। কোনও থানা যদি সিভিল কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে তবে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি আদালত জানিয়েছে, ক্যানিং থানার বিরুদ্ধে সিভিল কোর্টের নির্দেশ না মানার যে অভিযোগ রয়েছে, তাতে বারুইপুর পুলিশ জেলার সুপারকে সংশ্লিষ্ট থানার আইসির বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

Recruitment Scam : পুর-নিয়োগে এখনই নয় তদন্ত, চিঠি সিবিআইকে
মঙ্গলবার পুলিশের এই নির্দেশ নাম মানার প্রবণতা নিয়ে আদালতে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, “বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে প্রতিদিন একই ধরনের অভিযোগ আসছে। নিম্ন আদালতের নির্দেশ মানার কোনও ইচ্ছা পুলিশের নেই। কি হচ্ছে এটা? ছেলে খেলা চলছে? প্রতি তিনটি মামলাযর একটিতে পুলিশের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ। দিনের পর দিন এই ভাবে চলবে! এটা বিচার দেওয়ার পথে অন্তরায়।”

আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে রাজ্য পুলিশের জন্য বিড়ম্বনার বলেই মনে করা হচ্ছে। সোমবার লালন শেখ হত্যা মামলায় রাজ্য পুলিশের উপর আস্থা দেখিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে এক সপ্তাহের মধ্যে সিট গঠন করতে হবে। আস্থা প্রকাশের পরদিনই ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ।

Kolkata Police : সভা-মিছিলে আবেদন কেন অনলাইনে নয়, জবাব তলব
উল্লেখ্য, বীরভূমের বগটুইকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। তদন্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালত তাদের রক্ষাকবচ দিয়েছিল। সোমবার সেই মামলাতেই সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত এর পাশাপাশি সিবিআই আধিকারিকদের রক্ষাকবচও বহাল রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *