মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজকে পড়ুয়াদের হাজিরা এবং ক্লাসের বিবরণ-সহ তথ্য পর্ষদকে দিতে হবে। তাতে উল্লেখ করতে হবে ক্লাসে পড়ুয়াদের হাজিরার শতাংশ।
এনসিটিই-এর মানদণ্ড অনুযায়ী যে সব পড়ুয়ার হাজিরা কম, তাঁরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে যাঁরা সমস্ত নিয়ম মেনে ক্লাসে হাজিরা দিয়েছেন, একমাত্র তাঁরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই সব তথ্য খতিয়ে দেখে রেজিস্ট্রেশন নিয়ে পদক্ষেপ করতে পারবে পর্ষদ। সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করতে পারবে বলে জানিয়েছে আদালত।
উল্লেখ্য, গত 9, 10 ও 11 মার্চ ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি সেই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থের বিনিময়ে হাতে গোণা ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হচ্ছে। সেই অভিযোগের জেরেই স্থগিত হয়ে যায় পরীক্ষা। এদিন হাইকোর্টের নির্দেশে কাটল সেই জট।
প্রসঙ্গত, রাজ্যে রয়েছে ৬০০টিরও বেশি ডিএলএড কলেজ। প্রাথমিক শিক্ষক হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় DLEd কোর্সে। এই কোর্সটির সময়সীমা ২ বছর। দু’বছরের সংশ্লিষ্ট কোর্সে ছাত্রছাত্রীদের চারটি সেমেস্টারে পরীক্ষা দিতে হয়।