Calcutta High Court: হবু শিক্ষকদের জন্য স্বস্তির খবর, হাইকোর্টের নির্দেশে ডিএলএড রেজিস্ট্রেশনে কাটল জট – calcutta high court give permission to start dled course exam registration


কলকাতা হাইকোর্টে নির্দেশে স্বস্তিতে রাজ্যের কয়েক হাজার ডিএলএড পড়ুয়া। ডিএলএড (DLEd) প্রশিক্ষণ কোর্সে পরীক্ষার রেজিস্ট্রেশনে জট কাটল। প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রথম বর্ষের পরীক্ষার জন্য ওই কোর্সের রেজিস্ট্রেশন শুরু করতে নির্দেশ দিল আদালত।মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদকে শর্তসাপেক্ষে রেজিস্ট্রেশন শুরু করার অনুমতি দিয়েছে। মঙ্গলবার হাইকোর্ট জানায়, রেজিস্ট্রেশনের সময় সব পড়ুয়ার তথ্য যাচাই করতে হবে পর্ষদকে। যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) -এর নির্দিষ্ট করে দেওয়া নিয়ম মেনে ক্লাস করেছেন তাঁরাই একমাত্র পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এই তথ্য যাচাইয়ের জন্য পর্ষদকে এক মাস সময় দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে পড়ুয়াদের জন্যেই কিছু নির্দেশ দিয়েছে আদালত।

D El Ed College : ডিএলএডে পরিদর্শন প্রাথমিক শিক্ষা পর্ষদের

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজকে পড়ুয়াদের হাজিরা এবং ক্লাসের বিবরণ-সহ তথ্য পর্ষদকে দিতে হবে। তাতে উল্লেখ করতে হবে ক্লাসে পড়ুয়াদের হাজিরার শতাংশ।

Recruitment Scam : OMR নষ্ট হলে কারচুপির প্রমাণ কী ভাবে: শীর্ষ আদালত

এনসিটিই-এর মানদণ্ড অনুযায়ী যে সব পড়ুয়ার হাজিরা কম, তাঁরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে যাঁরা সমস্ত নিয়ম মেনে ক্লাসে হাজিরা দিয়েছেন, একমাত্র তাঁরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই সব তথ্য খতিয়ে দেখে রেজিস্ট্রেশন নিয়ে পদক্ষেপ করতে পারবে পর্ষদ। সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করতে পারবে বলে জানিয়েছে আদালত।

Calcutta High Court : স্কুল আছে, ছাত্রছাত্রী আছে, পরীক্ষার আগে শিক্ষক কই!

উল্লেখ্য, গত 9, 10 ও 11 মার্চ ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি সেই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থের বিনিময়ে হাতে গোণা ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হচ্ছে। সেই অভিযোগের জেরেই স্থগিত হয়ে যায় পরীক্ষা। এদিন হাইকোর্টের নির্দেশে কাটল সেই জট।

Supreme Court: পুরসভা নিয়োগ দুর্নীতি সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, রাজ্যে রয়েছে ৬০০টিরও বেশি ডিএলএড কলেজ। প্রাথমিক শিক্ষক হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় DLEd কোর্সে। এই কোর্সটির সময়সীমা ২ বছর। দু’বছরের সংশ্লিষ্ট কোর্সে ছাত্রছাত্রীদের চারটি সেমেস্টারে পরীক্ষা দিতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *