Haridevpur Incident : পুলিশ প্রেমিকের সঙ্গে পরকীয়া! ‘পথের কাঁটা’ মেয়েকে সরাতে হরিদেবপুর বাড়িতে আগুন? – woman allegedly tries to kill her daughter for extra marital affair case in haridevpur


মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কে পথে বাধা নাবালিকা মেয়ে। রাস্তা থেকে মেয়কে হঠাতে প্রেমিকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে হরিদেবপুর থানার দ্বারস্থ ওই নাবালিকা। তাঁর অভিযোগের ভিত্তিতে মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কনস্টেবল প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়ে খুনের পরিকল্পনা করে ওই মহিলা। বাড়িতে আগুন লাগিয়ে নাবালিকাকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে ইতিমধ্যেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বছর ষোলোর ওই নাবালিকা।

Love Affair : রাজ্যে বউ পালানোর রাশি রাশি অভিযোগ! স্বামীকে আইন বোঝাতে হিমশিম খাচ্ছে পুলিশ
পুলিশ সূত্রে হাড়হিম করা ষড়যন্ত্রের কথা জানতে পারা গিয়েছে। মেয়েকে রাস্তা থেকে হঠাতে পুলিশ বয়ফ্রেন্ডের কথা মতো ঘরে আগুন লাগায় মা। রবিবার রাতে সেখানে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আগুন নিভিয়ে চলে যায়।

পুলিশ চলে যেতেই হরিদেবপুর থানায় হাজির হয় ওই নাবালিকা। মেয়েটি থানায় এসে পুলিশকে কিছু ছবি দেখায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার দেখানো ছবিতে দেখা যায় মেয়েটির মা ঘরে আগুন দিচ্ছেন। এমনকী পুলিশের হাতে একটি অডিয়োও তুলে দেয় ওই নাবালিকা। সেই অডিয়োতে মহিলার বয়ফ্রেন্ডকে মেয়ে পুড়িয়ে মারার কথা বলতেও শোনা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Malda News : শারীরিক সম্পর্কের পর বিয়ের জন্য চাপ দেওয়াতেই খুন! কালিয়াচকে গ্রেফতার অভিযুক্ত
নাবালিকার পেশ করা তথ্য প্রমাণের ভিত্তিতে মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলা ও তাঁর প্রেমিকের মোবাইল বাজেয়াপ্ত করা হয়ছে। খুনের চেষ্টা, অগ্নিসংযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলার কথা রয়েছে। সোনালি চন্দ নামের ওই মহিলা ফুড কর্পোরেশনে কর্মরত বলে জানা গিয়েছে। তাঁর প্রেমিক প্রসূন মান্না হুগলির চন্দননগরের বাসিন্দা। সে বারাসত পুলিশ লাইনে রাজ্য পুলিশে কনস্টেবল পদে কর্মরত বলেই জানা গিয়েছে।

Tripura Crime News : শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি ত্রিপুরায়! নাবালিকা স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করল স্বামী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে স্বামী কৌশিক চন্দর থেকে আলাদা থাকেন। তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই প্রসূনের সঙ্গে সম্পর্ক ছিল এই মহিলার। কোথাও সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে মেয়ে। সেই কারণেই প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুনের ষড়যন্ত্র করা হয়। নাবালিকার যাবতীয় অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *