Kaliyaganj Case : পুলিশের ধরতে পারে! পুরুষ শূন্য গ্রাম, মাঠেই রাত কাটছে কালিয়াগঞ্জের অনেকের – kaliyaganj villagers are in fear of police arrest after ransack in police station


যে কোনও মুহূর্তে পুলিশ বাড়িতে এসে তুলে নিয়ে যেতে পারে। সেই আতঙ্কে রাত কাটছে মাঠে, ফসলের ক্ষেতে। এমনই অবস্থা কালিয়াগঞ্জের সাহেবঘাটা, রঘুনাথপুর, রাইপুর, মনহরপুর গ্রামের বাসিন্দাদের। পুলিশি গ্রেফতারির আতঙ্কে কাঁটা সেখানকার বাসিন্দারা। যদিও তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে গেরুয়া শিবির। পুলিশের ‘অতি সক্রিয়তা’ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে সম্প্রতি দফায় দফায় উত্তপ্ত হয়েছে কালিয়াগঞ্জ। ভাঙচুর হয়েছে কালিয়াগঞ্জ থানা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল থানা সংলগ্ন এলাকায়। এমনকী পুলিশকে বেপরোয়াভাবে মারধরের ভিডিয়ো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Kaliyaganj Case : কালিয়াগঞ্জকাণ্ডে কড়া NCSC, উত্তর দিনাজপুরের DM-SP সহ আইজি উত্তরবঙ্গকে দিল্লিতে তলব
এই ঘটনার পর নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয় কড়া পুলিশি অভিযান। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার যুবক মৃত্যুঞ্জয় বর্মনের। গত দশ দিন ধরে কালিয়াগঞ্জে একের পর এক ঘটনা ঘটেছে। এরপরও কালিয়াগঞ্জের বেশ কিছু গ্রামের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

পুলিশের ভয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না সাহেবঘাটা, রঘুনাথপুর, রাইপুর, মনোহরপুর গ্রামের বাসিন্দারা। রাতে পুলিশ বাড়ি মহিলা ও পুরুষদের তুলে নিয়ে যেতে পারে, এই আতঙ্কে গ্রাস করেছে তাঁদের। সেই কারণে রাতে বেলায় মাঠে কিংবা ফসলের ক্ষেতে থাকতে হচ্ছে স্থানীয়দের।

Kaliyaganj News : যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP-র
রঘুনাথপুর এলাকার গ্রামবাসীদের দাবি, কালিয়াগঞ্জের সাহেবঘাটায় নাবালিকার মৃত্যুতে যে বিক্ষোভ হয়েছিল, সেখানে তাঁরা ছিলেন না। এমনকী থানা ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাতেও তাঁদের কোনও যোগ ছিল না। তা সত্ত্বেও পুলিশ এসে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বিশেষ করে রাধিকাপুরে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হওয়ায় আতঙ্কের ছাপ গ্রামবাসী মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় গ্রামবাসীদের নির্ভয়ে গ্রামে থাকতে বললেও তাতে আশ্বস্ত হতে পারছেননা গ্রামবাসীরা।

গণেশ বর্মন নামে এক গ্রামবাসী বলেন, “মাঠে ঘাটে লুকিয়ে থাকতে হচ্ছে। পুলিশের ভয়ে এই কাজ করছি। পুলিশ ধরতে পারলে নিয়ে যাচ্ছে। কী করব, উপায় নেই। আমার স্ত্রী ছেলে ছাড়া কেউ নেয়। প্রাণের ভয় সবারই রয়েছে। আমরা শান্তি চাই। পুলিশের অত্যাচারে আমরা আতঙ্কে রয়েছে। রাত হলেই পুলিশের অত্যাচার শুরু হয়।”

North Bengal Strike : কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক BJP-র
অন্যদিকে নাবালিকার মৃত্যুর পর নাবালিকার গ্রামে বসানো হয়েছে পুলিশ পাহারা। বাড়ির কাছেই সমাধিস্ত করা হয়েছে নাবালিকাকে। পুলিশের সাথে নাবালিকার গ্রামের মানুষদের কথাবার্তাও হচ্ছে কিন্তু তারপরও এক চাপা আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। আর এই সমস্ত কিছু কাটিয়ে গ্রামবাসীরা চাইছেন আবারও পুরোনো ছন্দে ফিরুক গ্রাম স্বাভাবিক হোক জন জীবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *