Moyna BJP Leader Death: বিজেপি নেতাকে খুনের অভিযোগে রণক্ষেত্র ময়না, রাস্তায় বসে বিক্ষোভ অশোক দিন্ডার – moyna unrest over bjp leader murder bjp mp ashok dinda sits on dharna


রাতে থানা ঘেরাওয়ের পর সকাল থেকে বিজেপি বিধায়ক অশোক দিন্ডার নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ চলছে। বিজেপি নেতাকে খুনের ঘটনায় রণক্ষেত্র ময়না। পুলিশের সামনে থেকে বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ করেছেন অশোক দিন্ডা। তাঁর দাবি, খুনের পিছনে রয়েছেন এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক। সিবিআই তদন্তের দাবি তুলে তারা হাইকোর্টে যাচ্ছেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ময়নায় বিজেপি কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগে ধুন্ধুমার! অভিযোগ অস্বীকার শাসকদলের।বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে নৃশংস খুন। সোমবার রাতে ময়নার বাকচা পঞ্চায়েতের গোরামহল এলাকায় ঘটনাটি ঘটেছে। যার জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। মৃত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০) বিজেপির বুথ কমিটির সভাপতি।

Purba Medinipur : BJP নেতাকে বেধড়ক মারধর! অপহরণ করে খুনের অভিযোগ, উত্তেজনা ময়নায়

ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। দোষীদের গ্রেফতারির দাবি তুলে ময়না থানার পর এবার রাজ্য সড়ক অবরোধ অশোক দিন্ডা ও তাঁর অনুগামীদের। ময়নার বিজেপি বিধায়কের অভিযোগ, পুলিশ বাঁচানোর কোনও চেষ্টাই করেনি।

অভিযোগ, সোমবার রাতে বিজয়কৃষ্ণকে অপহরণ করা হয় এবং পরে তাঁকে খুন করা হয়। এ ছাড়াও সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল থেকেও ময়না- তমলুক রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল হয়েছেন তাঁরা। নিহত বিজেপি কর্মীকে অপহরণ করে খুন করা হয়েছে কি না, সে প্রসঙ্গে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Asansol Shootout : পদ্ম-নেতা খুনে পথ অবরোধ সিবিআই তদন্ত চেয়ে

স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সোমবার বিকেল প্রায় ৫টা নাগাদ স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে বাড়ির কিছু জিনিস কিনতে যাচ্ছিলেন বিজয়কৃষ্ণ। অভিযোগ, সেই সময় পথে তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালান। স্ত্রী ও পুত্রকে বাঁচাতে গেলে বিজয়কৃষ্ণকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা তাঁদের চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও বহু ক্ষণ তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে রাতের দিকে বিজয়কৃষ্ণের দেহ তমলুক হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।এদিন বিজেপি কর্মীদের সঙ্গে রাস্তায় বসে বিক্ষোভ দেখান ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। যতক্ষণ না অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বিক্ষোভ অবরোধ জারি থাকবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে।।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *