Nadia News : উপড়ে নেওয়া হয়েছে চোখ! নদিয়ায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে রহস্য – old lady body found at nadia narayanpur village


West Bengal News : উপড়ে নেওয়া হয়েছে চোখ। ঘরের মেঝেতে পড়ে নিথর বৃদ্ধার দেহ। দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রতিবেশীরা। ৭২ বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার তাঁর ঘর থেকে। মৃত বৃদ্ধার নাম বাসনা সরকার। ঘটনা নদিয়ার জয় নারায়ণপুর গ্রামে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার সকালে ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার চোখবিহীন দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের জয়নারায়নপুর গ্রামে। মৃত বৃদ্ধার বাসনা সরকারের বয়স আনুমানিক ৭২ বছর। এদিন তাঁর নিজের ঘর থেকেই ওই বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়।

Malda News : কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদার কালিয়াচকে উদ্ধার নাবালিকার দেহ, জোর রহস্য
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার সকালে বৃদ্ধা নিজের ঘর থেকে না বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের মধ্যে ঢোকে।

ঘরের ভেতর ঢুকে প্রতিবেশীরা দেখেন ঘরের মেঝেয় পড়ে রয়েছে ওই বৃদ্ধার মৃতদেহ। তবে মৃতদেহ ভালো করে লক্ষ্য করলে শিউরে ওঠেন স্থানীয়রা। মৃতদেহ থাকলেও দুই চোখ বিহীন অবস্থায় মাটিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন তাঁরা।

Purulia News : গলায় লাগানো ওড়নার ফাঁস, পুরুলিয়ার যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য
স্থানীয়দের সন্দেহ খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া দেয়। কিছুক্ষণের মধ্যেই হাঁসখালি থানায় পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।

মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ। তবে ওই বৃদ্ধাকে কে বা কারা মারল, তা নিয়ে ধন্দে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে মৃতদেহ দেখে স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধাকে খুন করা হয়েছে বলেই তাঁদের প্রাথমিক অনুমান।

স্থানীয় এক বাসিন্দা জানান, ওই বৃদ্ধা ঠিকমতো খাওয়া-দাওয়া করতো না। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য কারণে অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধা মারা যেতেই পারে, তবে বৃদ্ধার চোখ দুটি কেন খুবলে নেওয়া হয়েছে তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা।

South 24 Parganas : গলার নলি কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোনারপুরে, আতঙ্ক এলাকায়
এক বাসিন্দা বলেন, “দেখুন বয়স্কা তো মারাই যেতে পারেন, তবে চোখ দুটো কেন নেই সেটাই আমাদের অবাক লাগছে। জানি না কী করে এরকম হল।” তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাঁসখালি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *