কোচবিহারের পূর্ব বিবেকান্দ পল্লির এলাকার রাজভর পরিবারের এদিন খুশির কোনও সীমা ছিল না। সোমবার ছিল পরিবারের মেয়ের বিয়ে। বাবা-মাকে হারিয়ে তিন বোনের সংসারে অভাব নিত্য সঙ্গী। তিন বোনের মধ্যে বড় বোনের আগেই বিয়ে হয়েছে। মেজ বোন রীতা রাজভর লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। ছোট বোন সোনালির থানেশ্বরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হতেই বিয়ের খরচ নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় রাজভর পরিবারের।
স্থানীয় বিজেপি নেতাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুধু তাই নয় রাজভর পরিবারকে দেওয়া কথা রাখতে সোমবার বিয়ের অনুষ্ঠানেও হাজির হন তিনি এবং প্রত্যক্ষভাবে অংশও নেন। নিজে হাতে সোনালি রাজভরকে সম্প্রদান করেন নিশীথ প্রামাণিক।
সাংসদের এমন সাহচার্যে খুশি বিয়ের কনে থেকে তাঁর পরিবার। সোনালি বলেন, ”ভীষণ খুশি হয়েছি। উনি শুধু নিজের কথা রাখতে আসবেন ভাবতে পারিনি। আমার বাবা-মা, বাই কেউ নেই। উনি এভাবে সাহায্যে এগিয়ে না আসলে অসুবিধায় পড়তাম।”
বিয়েতে সম্প্রদানের দায়িত্ব পালন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, ”এমন একটা শুভ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি ওদের সমস্যাটা শুনে সাহায্য করব বলেছিলাম। কথাও দিয়েছিলাম আসব। আজ কোচবিহারে আছি বলে বিয়ের অনুষ্ঠানে আসতে পেরেছি। শুধু এই পরিবার নয়, এরকম সমস্যায় আর যদি কেউ পড়েন তাহলে অবশ্যই সাহায্য করব।”