Nisith Pramanik: অনাথ সোনালির বিয়েতে কনেকর্তা নিশীথ, কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগেই হল চারহাত এক – central minister nisith pramanik extends financial help for an orphan bride


বৈশাখী সন্ধ্যায় ছাদনাতলায় ব্যস্ত সমস্ত কনে কর্তা। বরপক্ষের আদর আপ্যায়নের সঙ্গে সঙ্গে খেয়াল রাখছেন বাকি অতিথিদেরও। ওদিকে লগ্নের সময় ঘনিয়ে আসছে দেখে তড়িঘড়ি সম্প্রদানের কাজে এগোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমের সন্ধ্যায় বিজেপি নেতাকে দেখা গেল সম্পূর্ণ অন্যরূপে।অসহায় পরিবারের ত্রাণ কর্তা হয়ে উঠলেন নিশীথ প্রামাণিক। বাবা-মা হারা তিন বোনের সংসার চলছিল টেনেটুনে। ছোট বোনের বিয়ে ঠিক হলেও টাকা অভাবে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। বিষয়টি কানে আসায় সঙ্গে সঙ্গে তৎপর হন সাংসদ নিশীথ প্রামাণিক। কোচবিহার শহরের পূর্ব বিবেকানন্দ পল্লি এলাকার বাসিন্দা অনাথ সোনালির বিয়ের পুরো দায়িত্ব, খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, মা-বাপ হারা সোনালি রাজভরকে সম্প্রদানও করেন তিনি।

Kanyashree : কন্যাশ্রী ক্লাবের সহায়তায় বিয়ে রুখল নাবালিকা ছাত্রী

কোচবিহারের পূর্ব বিবেকান্দ পল্লির এলাকার রাজভর পরিবারের এদিন খুশির কোনও সীমা ছিল না। সোমবার ছিল পরিবারের মেয়ের বিয়ে। বাবা-মাকে হারিয়ে তিন বোনের সংসারে অভাব নিত্য সঙ্গী। তিন বোনের মধ্যে বড় বোনের আগেই বিয়ে হয়েছে। মেজ বোন রীতা রাজভর লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। ছোট বোন সোনালির থানেশ্বরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হতেই বিয়ের খরচ নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় রাজভর পরিবারের।

স্থানীয় বিজেপি নেতাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুধু তাই নয় রাজভর পরিবারকে দেওয়া কথা রাখতে সোমবার বিয়ের অনুষ্ঠানেও হাজির হন তিনি এবং প্রত্যক্ষভাবে অংশও নেন। নিজে হাতে সোনালি রাজভরকে সম্প্রদান করেন নিশীথ প্রামাণিক।

Suvendu Adhikari : দরজায় তালা, চাবি না-মেলায় ঘরে ঢুকতে পারলেন না শুভেন্দু

সাংসদের এমন সাহচার্যে খুশি বিয়ের কনে থেকে তাঁর পরিবার। সোনালি বলেন, ”ভীষণ খুশি হয়েছি। উনি শুধু নিজের কথা রাখতে আসবেন ভাবতে পারিনি। আমার বাবা-মা, বাই কেউ নেই। উনি এভাবে সাহায্যে এগিয়ে না আসলে অসুবিধায় পড়তাম।”

Abhishek Banerjee: ‘ও তৃণমূলের লক্ষ্মী! ও যত বিজেপিতে থাকবে তত ভোগে যাবে দল’, নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

বিয়েতে সম্প্রদানের দায়িত্ব পালন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, ”এমন একটা শুভ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি ওদের সমস্যাটা শুনে সাহায্য করব বলেছিলাম। কথাও দিয়েছিলাম আসব। আজ কোচবিহারে আছি বলে বিয়ের অনুষ্ঠানে আসতে পেরেছি। শুধু এই পরিবার নয়, এরকম সমস্যায় আর যদি কেউ পড়েন তাহলে অবশ্যই সাহায্য করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *