Sukanya Mondal Anubrata Mondal : হারাতে পারেন সরকারি চাকরি! গ্রেফতারির পর কি বেতন পাচ্ছেন অনুব্রত কন্যা সুকন্যা? – sukanya mondal anubrata mondal daughter is not getting salary as a school teacher


বাবার গ্রেফতারির পর থেকেই স্কুলে যাতায়াত বন্ধ, বেতন পাচ্ছেন না বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত কন্যা জেলবন্দি সুকন্যা মণ্ডল। সেক্ষেত্রে কি চাকরি হারানোর কোনও সম্ভাবনা রয়েছে তাঁর? কী বলছে আইন?

বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন বীরভূমের এই তৃণমূল নেতা। এরপর থেকেই স্কুলে অনিয়মিত সুকন্যা, সূত্রের খবর এমনটাই। প্রথমে তিনি নিজের যাবতীয় প্রাপ্য ছুটি নেন। এরপর তাঁর প্রাপ্য ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও ক্লাসে যোগদান করেননি তিনি। ফলে উইদাউ পের জন্য চলতি বছরের জানুয়ারি মাস থেকে বেতন পাচ্ছিলেন না তিনি।

Sukanya Mondal News : বাবার মতো তিহাড়েই ঠাঁই অনুব্রত কন্যার, জেলে ধর্ম চর্চার আর্জি সুকন্যার
ইতিমধ্যেই গোরু পাচার মামলার জল গড়িয়েছে বহুদূর পর্যন্ত। ED-র হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা। আপাতত তাঁর ঠাঁই হয়েছে তিহাড় জেলে। সেক্ষেত্রে স্কুলে অনুপস্থিত থাকার জন্য এখনও বেতন পাচ্ছেন না তিনি।

বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, “জানুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না সুকন্যা মণ্ডল। তাঁর প্রাপ্য ছুটি শেষ হয়ে গিয়েছে। তাই নিয়ম মোতাবেক তাঁর বেতন কাটা হচ্ছে।”

Sukanya Mondal News : কোন পথে গোরু পাচার ঠিক করতেন সুকন্যা? দাবি ED-র
সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, সুকন্যা মণ্ডল প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসেবে কি চাকরি নির্বাহ করে যেতে পারেন? এই প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সমরেন্দ্র নাথ বলেন, “এই বিষয়ে আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।” অর্থাৎ এখনও পর্যন্ত তাঁর চাকরি যাওয়া নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর দীর্ঘদিন তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন। এরপর তাঁকে হেফাজতে নেয় ED। আপাতত অনুব্রত মণ্ডলের ঠিকানা তিহাড়।

Anubrata Mondal House : কাকার সঙ্গে ঝগড়া! সুকন্যার গ্রেফতারির পর খাঁ খাঁ করছে অনুব্রতর ‘পেল্লাই বাড়ি’
বাবা এবং মেয়ে দু’জনেই এই মুহূর্তে তিহাড়ে বন্দি রয়েছেন। কিন্তু, তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা দিনে দশ মিনিট অনুব্রত মণ্ডল এবং তাঁর বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়েছিলেন।

ED-র তরফে জানানো হয়েছিল, জেল কর্তৃপক্ষের কোনও আপত্তি না থাকলে তাদের কোনও সমস্যা নেই। সংশোধনাগারে বই পড়ার আবেদন জানিয়েছেন সুকন্যা। জানা গিয়েছে, ধর্মীয় বই পড়ার আবেদন জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সংশোধনাগারে মেয়ের চিন্তায় ঘুম উড়েছে কেষ্টর। জানা গিয়েছে, রাত্রে ঘুম হচ্ছে না বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *