Uttar 24 Pargana : জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, বনগাঁয় রাস্তা অবরোধ মৎস্যজীবীদের – fisherman agitation for illegal waterland refilling at bongaon tangra gram panchayat


West Bengal News : জলাভূমি ভরাট করে চলছে অবৈধ নির্মাণের কাজ। বনগাঁ ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলনে নামল মৎস্যজীবীরা। মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা। বিষয়টি নিয়ে মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েতও। অভিযোগ জানানো হয়েছে স্থানীয় BDO-কেও।

বেআইনি ভাবে বাঁওড় ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাল মৎস্যজীবীরা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধোরামাড়ি বাঁওড় বেআইনিভাবে ভরাটের অভিযোগ তুলে বনগাঁ ট্যাংরা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাল ধোরামাড়ি এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা।

North 24 Parganas : গাছের শিকড় থেকে বেরিয়ে আসছে সাপ, মন্দির নির্মাণ না হওয়ায় রুষ্ট দেবী! ঠাকুরনগরে অলৌকিক কাণ্ড
তাঁদের অভিযোগ, ধোরামাড়িতে জলাভূমি বেআইনিভাবে ভরাট করা হচ্ছে। জলাভূমি ভরাট করে তার উপরে চলছে অবৈধভাবে নির্মাণ কার্য। অভিযোগ, মনোরঞ্জন চৌধুরী নামে স্থানীয় এক ব্যবসায়ী এই কার্যের সঙ্গে যুক্ত। আন্দোলনকারীদের দাবি, বেআইনিভাবে জলাভূমি ভরাট করার জন্য যে মাটিফেলা হয়েছে সেই মাটি অবিলম্বে তুলে দিতে হবে।

পাশাপাশি, অবৈধ নির্মাণকার্য ভেঙে ফেলতে হবে। যদিও আন্দোলনকারীদের এই অভিযোগের কথা অস্বীকার করেন ব্যবসায়ী মনোরঞ্জন চৌধুরীর স্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। ৪০ বছর ধরে ওই জমিতে তাঁরা চাষাবাদ করে আসছেন। ছেলে-দের ঘরবাড়ি নেই বলে মাটি ফেলা হয়েছে। সেখানে নিয়ম অনুযায়ী ঘর নির্মাণ করা হচ্ছে।

Road Accident : স্কুল যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কা, নদিয়ার প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর
স্থানীয় মৎস্যজীবী স্বপন বিশ্বাস বলেন, “এরকমভাবে জলাভূমি ভরাট হলে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। আমরা তো মাছ ধরেই জীবিকা নির্বাহ করি।” প্রয়োজনে আলাদা জলাশয় কেটে দেওয়া হোক বলেও দাবি জানান তাঁরা।

এদিন অবরোধকারীদের সঙ্গে দেখা করতে এসে তাঁদের দাবিকে মান্যতা দেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান রেখারানি মল্লিক। তিনি বলেন, “এই বিষয়ে BDO এবং BLRO-কে বাঁওড় ভরাটের অভিযোগ জানিয়েছি।” তাঁর কথায়, আপাতত এরকম পরিস্থিতিতে বাঁওড় ভরাটের কাজ বন্ধ আছে। অবিলম্বে বাওড় ভরাটের জন্য ফেলা মাটি তুলে নেওয়ার অনুরোধ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Durgapur News : রাস্তা কেটে চলছে পাইপ লাইনের কাজ, ভোগান্তির শিকার গ্রামবাসীরা
তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, পুরোটাই নির্বাচনের কথা মাথায় রেখে ‘আই ওয়াশ’ করা হচ্ছে। অভিযুক্তের কাছ থেকে অর্থ খেয়ে প্রধান এই অনুমতি দিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

বিষয়টি নিয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, “অবিলম্বে জলাভূমি ভরাটের কাজ বন্ধ হোক। প্রধান লোক দেখানো অভিযোগ করেছেন না হলে প্রধানের অভিযোগে কেন কাজ বন্ধ হবে না?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *