Water Crisis: এক ফোঁটা জলের সন্ধানে ভেঙেছে দাঁত! ফেটে গিয়েছে কপাল-নাক, আজব দুর্ঘটনা মালদায় – malda village facing accidents due to water crisis


যত কাণ্ড এক ফোঁটা জলের জন্য। একটু পানীয় জলের সন্ধানে কারও ভেঙেছে দাঁত, কারও ফেটেছে কপাল। কারও আবার অবস্থা সঙ্গীন ঠোঁট ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক ফোঁটা পানীয় জল সংগ্রহে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের বাসিন্দারা।ভরা গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জল কষ্টে ভুগছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের মানুষজন।প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপ গুলিতে জল উঠছে না।তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে ওই গ্রামে।বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাঠের মিনি পাম্প থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামের মেয়ে, বউদের।

Drinking Water Crisis : টিউবওয়েল থেকে বেরোচ্ছে কাদা! তীব্র জলের সংকট ওন্দা ব্লকে

পুকুরের ঘোলাটে জলে স্নান,কাপড় কাচা ও বাসন ধোয়ার কাজ করে থাকেন তারা। বাড়ির নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে ঘটছে দুর্ঘটনা। নলকূপের হাতলের আঘাতে গ্ৰামের অনেক মহিলার দাঁত ভেঙে গিয়েছে, আবার কারও কপাল, নাক ও ঠোঁট ফেটে জখম হয়ে গিয়েছে।

Dakshin 24 Parganas : তীব্র গরমে পানীয় জলের সংকটে জয়নগর, দুর্ভোগে এলাকাবাসী

ঘরে ঘরে পানীয় জল, এগিয়ে মালদা

গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক দফতরের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামবাসী।

Drinking Water Crisis : তীব্র গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ, উখরা-মাধাইগঞ্জ রাস্তা অবরোধ স্থানীয়দের
মূলত নলকূপের উপরেই ভরসা এখানকার মানুষের। কিন্তু, এই গ্রীষ্মে জলস্তর মাটির অনেকটা নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে জল বেরোচ্ছে না। তাই গ্রামবাসীরা এলাকায় সাব মারসিবল বসানোর দাবি জানিয়েছেন। কিন্তু, এই সমস্যা কবে দূর হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। শীঘ্রই সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Drinking Water Crisis: চাতকের অবস্থা! জল না মিললে ভোট বয়কট

শুধু হরিশ্চন্দ্রপুরের এই গ্রামই নয়, সারা দেশের মতো এরাজ্যের অনেক প্রান্তেই জলের অভাবে হাহাকার চলছে। নবান্নের তরফে এমন পরিস্থিতির সামাল দিতেই নয়া প্রকল্প নবান্নের। বাংলার যেসব জেলার যেসব ব্লকে জলের মারাত্মক অভাব দেখা গিয়েছে সেখানে দুয়ারে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *